মন দিয়ে পড়ি!

ছোট–বড় সবার জন্যই আছে নানারকম পড়ার টেবিল। ছবি: নকশা
ছোট–বড় সবার জন্যই আছে নানারকম পড়ার টেবিল। ছবি: নকশা

ছোট্ট শিশুদের কথা বলা শেখার পাট চুকতে না চুকতেই যেন শুরু হয় অক্ষর চেনার পালা। অক্ষর থেকে শব্দ তৈরি; অঙ্ক থেকে সংখ্যা, সংখ্যা থেকে নামতা শেখানোর পালা; যোগ-বিয়োগ-গুণ-ভাগ তথা হিসাব শেখানোর পালা। এখন ভাবুন তো এর সবই শিশু শিখতে পারবে এক পড়ার টেবিলে বসেই! হ্যাঁ, সবই থাকছে পড়ার টেবিলের গায়ে লেখা।

.
.

শিশুদের পড়ায় আকর্ষণের জন্য সেসব টেবিলে থাকছে ডোরেমন, অ্যাংরি বার্ড, মিকি মাউস, টম অ্যান্ড জেরি, বারবি ডলসহ বর্ণিল সব কার্টুন ছবির উপস্থিতি। আছে নানান রঙের ঢেউখেলানো কাঠ বা বোর্ডের কাঠামোর টেবিল। টেবিলের ওপরের অংশে থাকছে সূর্যমুখী ফুল কিংবা বিড়ালের মুখের কাঠামো। আরও আছে ব্যাটারিচালিত ঘড়ি, পানি রাখার পট, কাগজ বা স্লেট আটকে রাখার ক্লিপ। আছে গুনতে শেখার জন্য সারি করা লাল, নীল, গোলাপি, সবুজ, হলুদ, বেগুনি গুটির উপস্থিতি। আছে অক্ষর থেকে শব্দ তৈরির পৃথক প্লাস্টিক স্লেট। শেষ না এখানেই, নিচের অংশে আছে বই-খাতা-ব্যাগ রাখার খোপ বা তাক।
পাবেন ভাঁজ করা যায় এমন টেবিলও। আর প্রতিটি টেবিলের সঙ্গে চেয়ার তো থাকছেই। এসব টেবিল একজন শিশু প্রায় পঞ্চম শ্রেণি পর্যন্ত ব্যবহার করতে পারে।

.
.

দরদাম
আকার-আকৃতি ও নকশাভেদে শিশুদের পড়ার টেবিল মিলবে দুই হাজার থেকে সাড়ে তিন হাজার টাকার মধ্যে। চেয়ারের দাম টেবিলের দামের ভেতরেই অন্তর্ভুক্ত। আর ভাঁজ করা যায় এমন টেবিল পাবেন ১ হাজার ৬০০ টাকার মধ্যে।
বড়দের পড়ার টেবিল
স্কুল (ষষ্ঠ থেকে দশম শ্রেণি), কলেজ আর বিশ্ববিদ্যালয়-পড়ুয়া শিক্ষার্থীদের পড়ালেখার ক্ষেত্র যেমন বেশি, বই-খাতাপত্রের সংখ্যাও বেশি। ফলে তাদের পড়ার টেবিলও হয় আকারে বেশ বড়সড় আর ভিন্ন। সাধারণ টেবিলের পাশাপাশি আছে ড্রয়ার, বাক্স বা দুই-তিন তাকবিশিষ্ট পড়ার টেবিলও। কাঠের পাশাপাশি পারটেক্স বোর্ডের তৈরি টেবিলও মেলে বাজারে, আবার এর চাহিদাও অনেক বেশি। সাদাসিধে একরঙা টেবিলের পাশাপাশি আছে ডোরাকাটা, ছোপ ছোপ নানান রং ও নকশা আঁকা টেবিল।

.
.

দরদাম
দুই-তিন তাকবিশিষ্ট পারটেক্স বোর্ডের তৈরি পড়ার টেবিল পাবেন ৩ হাজার ২০০ থেকে ৩ হাজার ৫০০ টাকার মধ্যে। তাকহীন টেবিল পাবেন ২ হাজার ৭০০ টাকা থেকে ৩ হাজার ২০০ টাকার মধ্যে। ড্রয়ারবিশিষ্ট কাঠের টেবিল পাবেন ৫০০ থেকে ৫৫০ টাকায়। বক্সবিশিষ্ট কাঠের টেবিল ৮০০ টাকা থেকে শুরু।

.
.

কোথায় পাবেন
ঢাকার পান্থপথ, মিরপুর স্টেডিয়াম মার্কেট, ঢাকা কলেজ ও টিচার্স ট্রেনিং কলেজের সামনের ফুটপাথে, কারওয়ান বাজার (১ নম্বর সিটি করপোরেশন মার্কেটের বিপরীতে), পুরান ঢাকার বাবুবাজার, চানখাঁরপুলের আসবাবপত্র বিক্রির দোকানে।