মিম ও সনির বাগদানের এক ডজন ছবি
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল মিমের বাগদানের ছবি। শনিবার সন্ধ্যায় মিমকে ফোন করলাম বিয়ের দিনক্ষণ ঠিক হয়েছে কি না জানতে। জানালেন, তিনি ‘অন্তর্জাল’ সিনেমার শুটিংয়ে। আপাতত বিয়ের সময় নেই। হাতের কাজগুলো শেষ করে তারপর বিয়ের দিনক্ষণ নিয়ে ভাববেন। বললাম, ‘বিয়েতে কী জামাকাপড় পরবেন, ডিজাইনারদের সঙ্গে আলাপ হয়েছে?’ উত্তর এল, ‘কিচ্ছু না। এখনো কিছুই ভাবিনি। সময় করে সব ঠিকঠাক করব। আপনাদের জানাব।’ ১০ নভেম্বর হয়ে গেল বিদ্যা সিনহা মিম আর সনি পোদ্দারের বাগদান। বিশেষ এ দিনের মুহূর্তগুলো ফ্রেমবন্দী করেছেন রেমিনিসেন্স ফটোগ্রাফির তিন আলোকচিত্রী আতা এম আদনান, রাশেম বাপ্পি ও আনন্দ এম হায়দার। দেখে নেওয়া যাক মিমের জীবনের বিশেষ এ মুহূর্তের এক ডজন ছবি। রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে ডেকোরেশন করেছে ‘এসকে ইভেন্টস’।
১ / ১২
২ / ১২
৩ / ১২
৪ / ১২
৫ / ১২
৬ / ১২
৭ / ১২
৮ / ১২
৯ / ১২
১০ / ১২
১১ / ১২
১২ / ১২
সমস্ত ছবি মিমের ফেসবুক, ইনস্টাগ্রাম আর রেমিনিসেন্স ফটোগ্রাফির ফেসবুক অ্যাকাউন্ট থেকে নেওয়া।