মেয়েটি কি জানত
মুঠোফোনের মাধ্যমে কোনো ছেলেমেয়ের প্রেম হয়। মেয়েটি তার আত্মীয়কে কল করতে গিয়ে রং নাম্বারে চলে যায়। রং নাম্বারের ছেলেটি মেয়েটির কণ্ঠ শুনে খুবই মুগ্ধ হয়। মেয়েটি তার ভুলের জন্য স্যরি বলেও কোনো ফল পায়নি। ছেলেটির বারবার কল ও মেসেজের কারণে অবশেষে মেয়েটি দুর্বল হয়ে পড়ে। কথা বলতে বলতে প্রেমে জড়িয়ে যায়। একদিন ছেলেটি মেয়ের সঙ্গে দেখা করার প্রস্তাব দেয়। ‘প্রথম দেখা’র আনন্দে দুজনই মহাখুশি। তারা ভাবতে থাকে, অনেক দিন পর একে অপরকে দেখবে, মুখোমুখি হবে। কে কোন ড্রেস পরে আসবে, কে কী দেবে, কী বলবে এসব ভাবতে থাকে। প্রস্তুতি শেষে তারা পার্কে এসে দেখা করে। কিন্তু মেয়েটিকে দেখে ছেলেটি খুশি হতে পারল না। যার কণ্ঠ শুনে সে মুগ্ধ হয়েছিল, তার বাহ্যিক চেহারা দেখে সে মুগ্ধ হতে পারল না। ছেলেটি ভালো না বাসলেও মেয়েটি তাকে সত্যি ভালোবেসেছিল। কিন্তু প্রথম দেখাটাই যে তার জীবনে শেষ দেখা হবে মেয়েটি কি জানত?