মেয়েদের বিয়ের বয়স*

.
.

খবর: মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছরই থাকছে। তবে বিশেষ ক্ষেত্রে ‘সর্বোত্তম স্বার্থে’ আদালতের নির্দেশে এবং মা-বাবার সম্মতিতে যেকোনো অপ্রাপ্তবয়স্ক মেয়ের বিয়ে হতে পারবে। আইন চূড়ান্ত হওয়ার পর এ বিষয়ে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় বিধি তৈরি করবে।

(সূত্র: প্রথম আলো, ২৫ নভেম্বর ২০১৬)

.
.

মেয়েদের বিয়ের বয়স ন্যূনতম ১৮ই থাকছে, কিন্তু তারপরও নাকি অপ্রাপ্তবয়স্ক মেয়েদের বিয়ে দেওয়া যাবে! এটা কী হইল?

এটা হইল মোবাইল ফোন কোম্পানির বিজ্ঞাপন। দেখেন না, সবকিছুতেই ওরা স্টার চিহ্ন দিয়ে নিচে শর্ত প্রযোজ্য লিখে দেয়!

.
.

১৮ বছরের কম বয়সী মেয়েদেরও নাকি বিয়ে দেওয়া যাবে! ক্যামনে ম্যান!

আরে ভাই, কর্তৃপক্ষ কিশোরীদের ওপর অনেক আস্থা রাখে। কম বয়সেও যে তারা অনেক দায়িত্ব নিতে পারে, এটা প্রমাণ করতে চান তাঁরা।

আচ্ছা, এই নিয়মের ফলে বাল্যবিবাহ বেড়ে গেলে কর্তৃপক্ষ কী করবে?

বাল্যবিবাহবিরোধী অনেক প্রচারণায় নামবে। আর এর ফলে অনেক কর্মসংস্থান হবে, আয়-রোজগারও মন্দ হবে না!