মোশাররফ করিম এখন অনলাইন হাটে

আর যাইয়াম না ওই গরুর হাটে, অনলাইনেই এইবার গরু কিন্নালবাম। আমার জীবনে এত সুখ ক্যারে!

অনলাইনে আমার একদম বিশ্বাস নেই। মামা কুয়েত থেকে আসছে, তোমাকে গরুর হাটে যেতেই হবে।

কিতা করাম আমি, কিতা করাম! অনলাইনে একটা গরুই তো কিনতে চাইছিলাম। বউ তো সেইটাও করতে দেয় না! জীবনে সুখ নাই ক্যারে!

আমি কুয়েত থাকতে একবার দুম্বার অর্ডার করছিলাম, পরে দেখি উট পাঠায়া দিছে! এইখানে আবার যদি গরুর বদলে ছাগল পাঠায়া দেয়?
মামা, ওকে আমি এটাই বোঝাতে পারছি না।

বয়রার ঘরের বয়রা মনে হয় এহন চোখেও দেখে না, দুম্বারে কয় উট!

দেখো তো সিদ্দিক, তোমার ভাই অনলাইন থেকে গরু কিনতে চাচ্ছে। কী করা যায় বলো তো?
আরে ভাবি, এটা তো খুব ভালো খবর!
কিন্তু অনলাইনে আমার একদম বিশ্বাস নাই। আর হাটে গিয়ে গরু কেনার মজাই তো আলাদা।
একদম ঠিক ভাবি! গত বছর অনলাইনে গরুর অর্ডার দিছিলাম, সেটার কনফারমেশন আসছে এই বছর!

আলগার ঘরের আলগা, বাংলাদেশের মোবাইল ইন্টারনেটের স্পিডই তো গরুর গাড়ির মতো, এই ইন্টারনেট দিয়া গরু কিনবি ক্যামনে? অনলাইনরে দোষ দিয়া লাভ আছে?

ঈদের আর দুই দিন বাকি, এখনো গরু কিনতে যাও নাই। কালকের মধ্যে যদি গরু না আসে, তাহলে তোমার খবর আছে।
গরু আমি অনলাইন থেকেই কিনবাম... মানে কিনব।

ওয়াও! এত্ত সুন্দর কিউট গরুটা কোত্থেকে এল?

অনলাইনে অর্ডার দিয়েচিলাম না? অনলাইনের গরু তো খুব স্মার্ট, বাসার লোকেশন দেখে নিজেই চলে এসেচে। তুমি তো আমাকে বিশ্বাসই করো না। এবার দেহো... সরি দেখো, অনলাইন কত্ত ভালো।

আপনি তো গরুটা চুরি করেছেন। গরুর পায়ে ট্র্যাকার লাগানো ছিল। আমাদের সাইবার বিভাগ তদন্ত করে এই গরুকে খুঁজে পেয়েছে আপনার এখানেই। থানায় চলুন...।
মুখ সামলাইয়া কথা বলবেন! আমারে কি গরু চোর পাইছেন? কুইট্টালবাম আমি, এক্কেরে কুইট্টালবাম!
গরুর দড়ি এবং আইন নিজের হাতে তুলে নেবেন না!

খুব তো ভাব নিছিলা, অনলাইনে গরু কিনছ বলে। এখন কী হলো? গরুচোর কোথাকার! থাকো তুমি তোমার গরুর দড়ি নিয়ে...
ওগো, তুমি চলে যেয়ো না... যেয়ো না! আমার জীবনে সুখ নাই ক্যারে?

সংলাপ: রাফি আদনান ও সঞ্জয় সরকার