
ঘরের সৌন্দর্য অনেকটাই নির্ভর করে পরিষ্কার-পরিচ্ছন্নতার ওপর। কিন্তু প্রতিদিনই ঘরে নানা অপ্রয়োজনীয় ফেলনা জিনিস জমে যায়। রান্নাঘরের কুটো-বাছা থেকে শুরু করে এটার প্যাকেট ওটার ফেলনা অংশ, অপ্রয়োজনীয় কাগজ কত কিছুই! আর এসব ফেলার জন্য ময়লা ফেলার ঝুড়ি বা ওয়েস্ট বিনই সবচেয়ে ভালো সমাধান। শুধু বাসাবাড়ি কেন, অফিস, ব্যবসাপ্রতিষ্ঠান কিংবা স্কুল-কলেজ—সব ক্ষেত্রেই ময়লা ফেলার ঝুড়ি লাগেই।
নানা ধরনের ময়লার ঝুড়ি
একটা সময় ছিল যখন গৃহস্থালির ফেলনা কোনো জিনিস ফেলার জন্য একটা ঝুড়ি দিয়েই কাজ চলত। এখন আধুনিকতার সঙ্গে ওয়েস্ট বিনের ধরনেও এসেছে পরিবর্তন। শুকনো ও ভেজা—এই দুই ধরনের আবর্জনার জন্যই রয়েছে আলাদা আলাদা বিন। বাজারে একবার ঢুঁ মারলেই দেখা মেলে এসব ঝুড়ির। এসব বিন দেখতে যেমন দৃষ্টিনন্দন তেমনি অনেকাংশে স্বাস্থ্যকরও বটে।
প্লাস্টিক এবং ধাতব ওয়েস্ট বিন
বাজারে যেসব ঝুড়ি পাওয়া যায় তার মধ্যে প্লাস্টিক এবং ধাতব বিনই বেশি জনপ্রিয়। কাজের প্রয়োজন অনুযায়ী এসব বিন আবার বিভিন্ন ধরনের হয়ে থাকে। যেমন- রোলিং হেড বিন, পেডাল কিংবা স্টেইনলেস স্টিলের বিন। এ ছাড়া চাইলে দেশীয় ধাঁচের প্লাস্টিকের ঝুড়ি তো রয়েছেই।

পেডাল ও স্টেইনলেস স্টিলের বিন
যাঁরা রান্নাঘরের ময়লা ফেলার জন্য ওয়েস্ট বিন কিনতে চান তাঁদের জন্য পেডাল বা স্টেইনলেস স্টিলের বিনই বেশি কাজে লাগবে। পেডাল বিনের সুবিধা হলো এটি সহজেই পায়ের চাপে খোলা যায়। এতে ঢাকনা রয়েছে, তাই ময়লার দুর্গন্ধ কিংবা কোনো ধরনের জীবাণু ছড়ায় না। একই সুবিধা পাওয়া যাবে ঢাকনাওয়ালা স্টেইনলেস স্টিলের বিনেও। এটি অনেক মজবুত এবং এ ধরনের বিনে ফলমূল কিংবা সবজির আবর্জনা ফেলা সুবিধাজনক। কেননা এতে জীবাণু ছড়ায় না।
রোলিং হেড ওয়েস্ট বিন
রসুই ঘরের কুটো-বাছা ছাড়াও তো ঘরে অনেক ফেলনা জিনিস জমে। সে ক্ষেত্রে ব্যবহার করতে পারেন রোলিং হেড ওয়েস্ট বিন। শুধু ঘরেই নয়, এটি অফিস কিংবা যেকোনো প্রতিষ্ঠানেই কাজে লাগানো যায়। এ ধরনের বিনের বিশেষত্ব হলো, এর ওপরের ঢাকনাটি ৩৬০ ডিগ্রি পর্যন্ত ঘুরে আবর্জনা ঢেকে রাখতে পারে।
এসবের বাইরেও পেয়ে যাবেন ময়লা ফেলার নানা নান্দনিক ঝুড়ি। বাঁশ, খেজুর পাতা, হোগলাপাতার তৈরি ঝুড়িও আছে দোকানে। প্লাস্টিকের ঝুড়ির চাহিদাও অনেক। আজকাল এগুলোর আকার-আকৃতিতেও এসেছে অভিনবত্ব। বিভিন্ন রঙের জালি দেওয়া প্লাস্টিকের এই বিন মানিয়ে যাবে আপনার ঘরের সঙ্গে।
দরদাম
আমাদের দেশে বর্তমানে যেসব পেডাল বিন পাওয়া যায়, সেসবের দাম পড়বে ৪০০ থেকে ১ হাজার ২০০ টাকা। স্টেইনলেস স্টিলের বিনের দাম ৬০০ থেকে ১ হাজার ২০০ টাকা। পেডাল কিংবা স্টেইনলেস স্টিলের তৈরি বিনগুলো স্নানঘরেও রাখা যায়।
রোলিং হেড ওয়েস্ট বিনের দাম নির্ভর করে আকার-আকৃতির ওপর। সাধারণত ১৮০ থেকে ৭০০ টাকার মধ্যেই পেয়ে যাবেন রোলিং হেড বিন। এ ছাড়া মেটাল বা প্লাস্টিকের জালি দেওয়া ওয়েস্ট বিন কিনতে চাইলে খরচ পড়বে ১০০ থেকে ৪০০ টাকা।

কোথায় পাওয়া যাবে
রাজধানীসহ সারা দেশেই ময়লা ফেলার ঝুড়ি পাওয়া যায়। রাজধানীতে নিউমার্কেট, নিউ সুপার মার্কেট, বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সসহ বিভিন্ন বাজারে এসব ঝুড়ি বিক্রি হয়। এ ছাড়া পাওয়া যাবে আড়ং, যাত্রাসহ বিভিন্ন দোকানেও। আরএফএল, বেঙ্গল প্লাস্টিকের শোরুমেও পাবেন বিভিন্ন ধরনের ওয়েস্ট বিন।