যত স্বপ্ন যত সম্ভাবনা

>‘আমার স্বপ্ন’ পাঠকসংখ্যার জন্য সারা দেশ থেকে অসংখ্য শিক্ষার্থী লিখে পাঠিয়েছেন তাঁদের স্বপ্নের কথা। এবারের সংখ্যায় ছাপা হলো নির্বাচিত কয়েকটি লেখা।
জাহিদ হাসান
জাহিদ হাসান

হতে চাই উদ্যোক্তা
আমি লেখাপড়া শেষ করে উদ্যোক্তা হতে চাই। ইতিমধ্যেই বিভিন্ন সামাজিক কাজকর্মে নিজেকে যুক্ত করেছি। আর মনের কোণে বুনে রেখেছি উদ্যোক্তা হওয়ার স্বপ্ন।
আমি সব সময় মনে রাখি, বিশ্বখ্যাত পরমাণুবিজ্ঞানী এ পি জে কালামের কথাটা, ‘স্বপ্ন সেটা নয়, যা তুমি ঘুমিয়ে দেখ; স্বপ্ন তা, যা তোমাকে ঘুমোতে দেয় না।’ জানি, যত সহজে জেগে জেগে স্বপ্ন দেখছি, তা পূরণ করা তত সহজ হবে না। অনেক সমস্যা, বাধা পথ আগলে সামনে হাজির হবে। আমার দৃঢ়বিশ্বাস, সমস্যা আমাকে থামাতে পারবে না, বরং উল্টো আমাকে নতুন পথ চিনিয়ে দেবে।
জাহিদ হাসান
চতুর্থ বর্ষ, প্রাণিবিদ্যা বিভাগ,
ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা।

আফরিন চৌধুরী
আফরিন চৌধুরী

আত্মনির্ভরশীল হতে চাই
আমার স্বপ্ন আত্মনির্ভরশীল হওয়া। অনগ্রসর দেশের একজন নারী হিসেবে আমার স্বপ্ন, বাংলাদেশের সব নারী আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে চলুক। আমি সব সময় স্বনির্ভর হওয়ার চেষ্টা করি। এখন থেকেই পড়াশোনার পাশাপাশি খণ্ডকালীন কাজ করছি। সব সময় কোনো না কোনো কাজে ব্যস্ত থাকি। আমার সহপাঠীরা আমাকে উৎসাহ দেয়, যা আমার আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে। ইতিমধ্যেই লেখাপড়ার পাশাপাশি ক্ষুদ্র ব্যবসা শুরুর চেষ্টা করছি। লেখাপড়া শেষে আমি উদ্যোক্তা হতে চাই। কোনো সামাজিক বাধা আমাকে পিছিয়ে দিতে পারবে না।
আমি ভবিষ্যৎ নিয়ে বেশি মাথা ঘামাতে চাই না। বরং বর্তমান সময়কেই প্রাধান্য দিয়ে থাকি। প্রতিটা দিন বাঁচার মতো বাঁচি, মন থেকে বাঁচি। আমি এমন কিছু করতে চাই, যাতে আমাকে নিয়ে সবাই গর্ব করতে পারে।
আফরিন চৌধুরী
জার্নালিজম বিভাগ,
স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ।

নাফি শারাদ ইশমাম
নাফি শারাদ ইশমাম

হাতের মুঠোয় বিশ্ব
আমি স্বপ্ন দেখি আকাশ ছোঁয়ার। ইচ্ছেমতো আকাশটাকে হাতের মুঠোয় নিয়ে আসার। আমি সফটওয়্যার নিয়ে কাজ করতে চাই। আমি দেখেছি, অনেক শিশু-কিশোর তথ্যপ্রযুক্তির কিছু বিষয় মুখস্থ করছে এবং বুঝতে না পেরে হতাশ হয়ে পড়ছে। আমি তাদের জন্য এমন সফটওয়্যার তৈরি করতে চাই, যাতে তারা আনন্দের সঙ্গে তা শিখতে পারে—যেখানে তারা খেলার ছলে প্রোগ্রামিংয়ের বিষয়গুলো আত্মস্থ করতে পারবে। আমি চাই, তারা প্রত্যেকেই নিজের মতো করে ভাবতে শিখবে আর পছন্দমতো সফটওয়্যার বানিয়ে প্লে স্টোরে আপলোড করবে। বাংলাদেশের ছেলেমেয়েরা গেমস খেলার চেয়ে গেমস তৈরির দিকে বেশি মনোযোগী হতে পারে। তথ্যপ্রযুক্তিতে ছোটদের কাজে লাগবে, এমন কিছু করাই আমার স্বপ্ন।
নাফি শারাদ ইশমাম
দ্বাদশ শ্রেণি, বিজ্ঞান বিভাগ, মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয়, টাঙ্গাইল।

মরিয়ম আদরী
মরিয়ম আদরী

সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করব
প্রতিদিন অসংখ্য স্বপ্ন আমার চারপাশে এসে ঘুরঘুর করতে থাকে! ইদানীং আমার স্বপ্নে একটা নতুন মাত্রা যোগ হয়েছে! সেটা হলো, সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কিছু করব। আশপাশে অনেক ছেলেমেয়েকে দেখি, দরিদ্রতার কারণে লেখাপড়ার সুযোগ থেকে বঞ্চিত। ওদের জন্য আমার খুব কষ্ট হয়! ওদের পাশে দাঁড়াতে পারি না ভেবে খুব খারাপ লাগে!
শিশুরাই দেশের ভবিষ্যৎ। সব শিশুকে শিক্ষিত করতে না পারলে দেশ এগিয়ে যেতে পারে না। মনে মনে ভাবি, আমার যদি অনেক টাকাপয়সা থাকত, তাহলে ওদের সবার লেখাপড়ার দায়িত্ব আমি নিতাম। কিন্তু তাই বলে থেমে থাকলে তো আর চলবে না। আমি, আমরা, বন্ধুরা মিলে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কাজ করতে চাই।
মরিয়ম আদরী
দ্বিতীয় বর্ষ, গণযোগাযোগ বিভাগ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।