রংচঙে শীতপোশাক

সোয়েটার বা জ্যাকেট পরতে প্রবল আপত্তি অনেক শিশুরই। গরম কাপড় কিছুতেই পরানো যায় না তাদের। তবে দারুণ সব শীতপোশাক পাওয়া যাচ্ছে এখন। তারা নিজের আগ্রহেই যেন পরবে এসব। পছন্দের সব কার্টুন আর রংচঙে নকশায় বর্ণিল হয়ে উঠেছে এসব পোশাক।
মজার মজার পোশাক
লা রিভের হেড অব ডিজাইন মুন্নুজান নার্গিস জানালেন, শিশুদের জন্য আকর্ষণীয় রং আর মজাদার সব ডিজাইনের সমন্বয়ে তৈরি করা পোশাক পাওয়া যাচ্ছে সেখানে। একটু উজ্জ্বল রঙের সঙ্গে সাদা বা কালো রঙের সংমিশ্রণে তৈরি পোশাকও রয়েছে।

ঢাকার গুলশানের বেবি শপের ব্যবস্থাপক ইসরাফিল আলম আসিফ জানান, স্পাইডারম্যান, ব্যাটম্যান, সুপারম্যান, বেন টেন, অ্যাংরি বার্ডের ডিজাইনে তৈরি শীতের পোশাক যেমন আছে, তেমনি আছে সিনডারেলা, বারবি আর ডোরার ডিজাইনে তৈরি পোশাকও। শিশুদের পছন্দের এমন নানা চরিত্র নিয়ে তৈরি করা পোশাক পাওয়া যাচ্ছে এখানে। মজার মজার জীবজন্তুই বা আর বাদ যায় কেন বলুন? কুমির বা হাঁসের ডিজাইনে তৈরি পোশাকও মিলবে এখানে। ফুল, হরিণ আর হ্যালো কিটি ডিজাইনের পোশাকও রয়েছে। হ্যালো কিটির বো লাগানো পোশাকও মিলবে বেবি শপে।

লা রিভেও পাবেন হ্যালো কিটি, অ্যাংরি বার্ড, মিকি মাউস, মিনি মাউস আর জিরাফ, খরগোশের ডিজাইনে তৈরি করা পোশাক।
পান্থপথের আদর এক্সক্লুসিভে দেখা মিলল বল আর খরগোশ আঁকা পোশাকের। বাহারি ডিজাইনে তৈরি বাহারি রঙের পোশাক মিলবে এখানেও।

শিশুর শীতের পোশাকটি যদি হয় তার মনের মতো, তাহলে গরম পোশাকে শিশু আরামও পাবে, আবার পোশাকটি পরে সে খুশিও থাকবে বেশ। লাল, গোলাপি, সবুজ, হলুদ, নীল বা বেগুনি যে রং আপনার শিশুর পছন্দ হয়, তাকে সেই রঙের পোশাক কিনে দিতে চেষ্টা করুন।
শীতে আরাম
মুন্নুজান নার্গিস জানালেন, টুইল, ভেলভেট আর ডেনিমের কাপড় ব্যবহার করা হয়েছে শিশুদের পোশাকগুলোতে। শীতে শিশুদের জন্য টুইল কাপড়ের ফ্রকও আছে লা রিভে। এ ছাড়া রয়েছে টেরি কাপড়, ভিসকোস আর পশমি কাপড়ের পোশাক।
হুডি চাই আমারও
আজকাল হুডিযুক্ত পোশাক পরছেন বিভিন্ন বয়সীরা। শিশুদেরও এমন পোশাক কিনে দিতে পারেন। যেসব শিশু আলাদা টুপি পরতে অস্বস্তিবোধ করে, তাদের জন্য এ ধরনের পোশাক ভালো। হুডিযুক্ত পোশাক আর ট্রাউজারের সেটও কিনতে পারেন।

ফিটফাট বাবু
স্যুট-কোট পরা সাহেবের মতো পোশাকও দিতে পারেন শিশুকে। একটু খুঁজলেই শিশুদের উপযোগী টাইও পেয়ে যাবেন। ছোট মেয়েদের জন্য নিতে পারেন ব্লেজার। ওয়েস্টকোটও রয়েছে শিশুদের জন্য। চাইলে স্যুট বা ব্লেজারের কাপড় কিনে অর্ডার দিয়ে বানিয়ে নিতে পারেন।
শার্ট না জ্যাকেট?
ফুলহাতা শার্ট, সোয়েট শার্ট কিংবা পোলো শার্ট যেমন পরতে পারে শিশু, ঠিক তেমনি আবার জিনসের কাপড়ে তৈরি জ্যাকেটও দিতে পারেন শিশুকে। তবে শার্ট বা জ্যাকেট যেটাই পরুক, সঙ্গে ফুলপ্যান্ট তো চাই-ই চাই।
সোয়েটারটাও আমার
প্রচণ্ড শীতে সব সময় ব্যবহারের জন্য একটু আরামদায়ক সোয়েটার দিন শিশুকে। লাল, বেগুনি, কমলা, গোলাপিসহ নানা রঙের সোয়েটার পাবেন ওদের জন্য।

ছোট্টমণির লেগিংস
শীতে আপনার ছোট্টমণি পরতে পারে লেগিংসও। লা রিভে রয়েছে ফুল বসানো লেগিংস। স্ট্রাইপ আর প্রজাপতির নকশাও রয়েছে বিভিন্ন লেগিংসে।
চাই টুপি, চাই মোজা
রংবেরঙের টুপি আর মোজাও কিনে দিন শিশুকে। হিমেল হাওয়ার দিনে এসব টুকিটাকি জিনিসে শিশু আরাম পাবে বেশ। আবার এই সময়ে পা-ঢাকা জুতাও কিনে দিতে পারেন শিশুকে।

কোথায় পাবেন
ঢাকার বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক, পিংক সিটি শপিং মলসহ যেকোনো শপিং সেন্টারে পাবেন শিশুদের পোশাক। এ ছাড়া গুলশানের বেবি শপ বা বেইলি রোডেও পাবেন এসব পোশাকের খোঁজ। লা রিভ এবং ইয়েলোর বিভিন্ন শোরুমেও খোঁজ নিয়ে দেখতে পারেন। নিউমার্কেট আর গাউছিয়া মার্কেটেও পেয়ে যাবেন শিশুদের পোশাক। গুলশান-১, নিকেতনের ‘বেবি ব্লু অর পিংক বার্ড’ দোকানটিতে পাবেন শিশুদের মোজা আর পা-ঢাকা জুতার খোঁজ।
দরদাম
আকারভেদে শিশুদের বিভিন্ন পোশাক মিলবে ২০০ থেকে ৩ হাজার ৫০০ টাকায়। প্রতি জোড়া মোজার দাম পড়বে ১৫০-২৫০ টাকার মধ্যে। পা-ঢাকা জুতোর দাম পড়বে ২৫০-৫০০ টাকা। টুপির দাম ১৫০-৩০০ টাকা।