রংধনুর গানের অনুষ্ঠান ২ মার্চ

সাংস্কৃতিক সংগঠন রংধনুর দ্বিতীয় সংগীতানুষ্ঠান ২ মার্চ সন্ধ্যা সাড়ে ছয়টায় থিয়েটার ইনস্টিটিউট, চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে অনুষ্ঠিত হবে। ‘তোমার সুরে সুর বেঁধেছি’ শীর্ষক এ অনুষ্ঠান উদ্বোধন করবেন সংগীতশিল্পী শাহরিয়ার খালেদ। গান করবেন রঞ্জন চৌধুরী, মো. নাসির উদ্দীন, পীযুষ নাগ, সঞ্জয় বণিক, সুতপা চৌধুরী ও শুভ দাশ। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত। বিজ্ঞপ্তি।