রক্তের বন্ধন গড়তে 'ব্লাডফ্রেন্ড ডটকম'

রক্তদান আর রক্ত অনুসন্ধান সহজ করতে গড়ে ওঠা ব্লাডফ্রেন্ড নামের অনলাইনভিত্তিক সামাজিক যোগাযোগ সাইটের স্লোগান ‘আপনার রক্ত-অন্য কারো জীবন’।
রক্তদান আর রক্ত অনুসন্ধান সহজ করতে গড়ে ওঠা ব্লাডফ্রেন্ড নামের অনলাইনভিত্তিক সামাজিক যোগাযোগ সাইটের স্লোগান ‘আপনার রক্ত-অন্য কারো জীবন’।

‘আমায় একটা সাদা মানুষ দাও, যার রক্ত সাদা/ আমায় একটা কালো মানুষ দাও, যার রক্ত কালো’। রক্তের রঙের মতোই মানবতার ভাষাও একটাই। এই গান আমাদের সেই কথাই মনে করিয়ে দেয় যে—জাতি, ধর্ম, বর্ণ, গোত্র, লিঙ্গ কিংবা শ্রেণি যা-ই হোক না কেন এসবের ঊর্ধ্বে উঠতে না পারলে প্রকৃত মানুষ হওয়া যায় না। প্রকৃত মানুষ মানুষের পাশে দাঁড়ায় যেকোনো প্রয়োজনে। আর জীবন বাঁচাতে রক্তের প্রয়োজনের চেয়ে বড় আর কীই-বা হতে পারে! এই চেতনা থেকেই মানুষে মানুষে রক্তের বন্ধন আরও দৃঢ় করতে, রক্তদান আর রক্ত অনুসন্ধান সহজ করতে আত্মপ্রকাশ করেছে ব্লাডফ্রেন্ড নামের অনলাইনভিত্তিক সামাজিক যোগাযোগ সাইট।

গতকাল ১৪ জুন বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে ‘আপনার রক্ত-অন্য কারো জীবন’ স্লোগান নিয়ে স্বেচ্ছাসেবক এ সংগঠনটি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে। আত্মপ্রকাশ উপলক্ষে প্রকাশিত প্রচারপত্রে সংগঠনটি জানিয়েছে, বাংলাদেশে প্রতিবছর প্রায় সাত লাখ ব্যাগ রক্তের প্রয়োজন হয়। বিপুল এই রক্তের চাহিদা পূরণ সব সময় সম্ভব হয় না।

সময়মতো নির্ধারিত গ্রুপের রক্ত খুঁজে পেতে এবং রক্তদাতা ও রক্তগ্রহীতার মধ্যে যোগাযোগ সহজ করার লক্ষ্য নিয়ে কাজ করবে ‘ব্লাডফ্রেন্ড ডটকম’ নামের এই অনলাইনভিত্তিক সামাজিক যোগাযোগ সাইট। এই প্লাটফর্মে অনেকটা ফেসবুকের মতোই ‘ফ্রেন্ড রিকোয়েস্ট’ পাঠানো যাবে। রক্তের প্রয়োজনে পাঠানো যাবে ‘ব্লাড রিকোয়েস্ট’। থাকবে ‘স্ট্যাটাস শেয়ারিং’, ছবি ও ভিডিও পোস্টের ব্যবস্থা এবং মেসেজ আদান-প্রদানের সুযোগ। তৈরি করে নেওয়া যাবে রক্তবন্ধুদের নিজস্ব ‘সার্কেল’। এখানকার সদস্যদের খুঁজে পাওয়া যাবে যাঁর যাঁর অবস্থান অনুযায়ী ‘রেডি টু ডোনেট’, ‘বুকড’, ‘ডোনেটেড’ ইত্যাদি ভাগে।

ব্লাডফ্রেন্ডের অন্যতম সংগঠক তানভীর আজিজ মৃদুল প্রথম আলোকে জানিয়েছেন, এই সামাজিক যোগাযোগ সাইটটির অন্যতম বৈশিষ্ট্য হলো এতে রক্তদাতাদের মধ্যে বন্ধন দৃঢ় করতে ‘সার্কল’ভিত্তিক নেটওয়ার্কিংয়ের ওপর জোর দেওয়া হয়েছে। নাম, ই-মেইল ও রক্তের গ্রুপ লিখে সহজেই সদস্য হওয়া যাবে এখানে। সাধারণ সদস্য হওয়ার পর যে কেউ নিজেকে একটা সার্কেলের সদস্য করতে পারেন বা নিজের উদ্যোগে সার্কেল গড়ে তুলতে পারেন। এতে স্থানীয়ভাবে বা যোগাযোগ-পরিচিতির ওপর নির্ভর করে রক্তাদাতাদের পারস্পরিক যোগাযোগ সহজ হবে।

সদস্য হতে এবং এ-সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করতে পারেন ব্লাডফ্রেন্ডের সাইটে: (www.bloodfriend.com)