রেফারির বাঁশি

রেফারির বাঁশি
রেফারির বাঁশি

নিউজিল্যান্ডের সাউদার্ন ডিসট্রিক্টের ক্যান্টারবারিতে ডব্লিউ এইচ আটাক নামের এক খামারি বাস করতেন। পুরো নাম উইলিয়াম হেরিংটন আটাক। গরু-ভেড়ার খামার ব্যবসার পাশাপাশি আটাক স্থানীয় রাগবি খেলায় রেফারির দায়িত্ব পালন করতেন। উল্লেখ্য, ১৮৮৪ সালের আগ পর্যন্ত খেলাধুলায় বাঁশি বা হুইসেলের ব্যবহার হয়নি। ক্যান্টারবারির খামারি আটাক সাহেবই প্রথমবারের মতো খেলাধুলার রেফারি হিসেবে বাঁশির ব্যবহার করেছিলেন।
বাঁশি ব্যবহারের আগে যেকোনো খেলা পরিচালনা করাই ছিল যথেষ্ট কঠিন। রেফারিকে সাধারণত চিত্কার করে বা শারীরিক কসরত দেখিয়ে অনিয়মের কথাটা খেলোয়াড়দের জানিয়ে দিতে হতো। ব্যাপারটা ছিল খুবই মানসিক পরিশ্রমের ও কষ্টসাধ্য। ক্যান্টারবারির একটি স্থানীয় রাগবি ম্যাচে এমনই একটা পরিস্থিতিতে হঠাৎই পকেট থেকে বাঁশি বের করে তা বাজিয়ে বসেন আটাক। মজার ব্যাপার হচ্ছে, আটাকের পকেটে থাকা সেই বাঁশিটি তিনি ব্যবহার করতেন তাঁর খামারের ভেড়াদের নিয়ন্ত্রণে! আটাকের এই বাঁশির ব্যবহার সঙ্গে সঙ্গেই প্রশংসা পেয়েছিল সবার।
পেঙ্গুইন বুক অব ফার্স্ট অবলম্বনে