লম্বা চুলের জন্য

লম্বা চুল পছন্দ করেন অনেকেই। জন্মগতভাবে অনেকের চুলের স্বাস্থ্য ভালো ও ঘন হয়। অনেকের আবার চাইলেও চুল লম্বা হয় না। রইল কিছু টিপস, যা সহায়তা করবে চুল লম্বা করতে ও চুলের স্বাস্থ্য ঠিক রাখতে।
মাথা মালিশ
মাথার ত্বকে মাঝেমধ্যে মালিশ এক ঢিলে দুই পাখি মারার মতোই। আরাম তো পাবেনই, সঙ্গে রক্তপ্রবাহের উদ্দীপকের কাজটাও করা হয়ে যাবে। রূপবিশেষজ্ঞ আফরোজা পারভীন বলেন, ‘চুলে গরম তেল মালিশ করলে চুল লম্বাও হবে তাড়াতাড়ি। তেল মালিশ করার সময় বিভিন্ন ধরনের পদ্ধতি আছে। সঠিক উপায়ে মালিশ করতে পারলে চুলে সুস্থতা বজায় থাকবে।’ তেল মালিশ চুলের গোড়া মজবুত হওয়ার পাশাপাশি প্রয়োজনীয় পুষ্টিগুলোও চুলের কাছে পৌঁছে দেয়।
প্রয়োজনীয় ভিটামিন
চুলের জন্য প্রয়োজনীয় পুষ্টি অনেক সময়ই খাবার থেকে আসে না। অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন ‘বি’, বায়োটিন চুল লম্বা করতে ও চুলের সুস্বাস্থ্যের জন্য বেশ উপকারী ভূমিকা পালন করে।
কন্ডিশনার
চুলের জন্য আরেকটি দরকারি উপাদান হলো কন্ডিশনার। তৈলাক্ত চুলের বাইরে প্রায় সব ধরনের চুলের জন্য এটি ব্যবহার আবশ্যক।
ঠান্ডা পানিতে চুল ধোয়া
শ্যাম্পু ও কন্ডিশনার লাগানোর পর ঠান্ডা পানি দিয়ে চুল ধুতে হবে। এতে চুলের ময়েশ্চারাইজার ঠিক থাকে। গরম পানি ব্যবহারের কারণে চুল দুর্বল হয়ে পড়ার আশঙ্কাও থাকে।
যন্ত্র থাকুক দূরে
চুল স্ট্রেইটনার, চুল কার্লার ব্যবহারে চুল দুর্বল হয়ে পড়ে, ছিঁড়ে যায়। রুক্ষ হয়ে যাওয়ারও আশঙ্কাও থাকে। তবে মাঝেমধ্যে ব্যবহার করতে পারেন। ব্যবহার করার আগে এবং পরে নিতে হবে বিশেষ যত্ন।
ট্রিম করা
চুল বড় করতে ভালোবাসেন যাঁরা, চুল ট্রিম করতে হবে। অনেকে ট্রিম করতে চান না চুল ছোট হয়ে যাওয়ার ভয়ে। কিন্তু নিয়মিত ট্রিম করলেই চুল তাড়াতাড়ি লম্বা হবে বলে জানান আফরোজা পারভীন। ছয় থেকে আট সপ্তাহ পরপর ফেটে যাওয়া আগা কেটে ফেললে চুলের সুস্থতাও বজায় থাকবে।