লাইনে আসুন দুই লাইনে

বেশি কথা বললে কিন্তু কানের নিচে দেব...!
গোল্ডের না ডায়মন্ডের?

আজকের পর থেকে আমার সঙ্গে কথা বলবা না।
কেন? তোমার কি কানে অপারেশন হবে?

আমার সোনা বাবু, লক্ষ্মী বাবুটা...
এভাবে বোলো না, ভুলে আম্মু ডেকে ফেলতে পারি!

তোর মুখে কি কিছুই আটকায় না?
মাঝেমধ্যে গরুর মাংস আটকে যায়।

দোস্ত! রুবার বিয়ে হয়ে যাচ্ছে! ও আমার কপালে নাইরে!
তোর ৪ আঙুলের কপালে ৫ ফুট ২ ইঞ্চি রুবা থাকবে ক্যামনে?

কী বলে যে আপনাকে ধন্যবাদ জানাই!
ধন্যবাদ বলে।