মনেরবাক্স

.
.

দোস্ত তোর জন্য 
তোকে কি কখনো বোঝাতে পারব আমার ব্যাকুলতা, তোকে নিয়ে আমার এই আবেগের কোনো দাম আছে? তুই এখন দেশের নামকরা এক শিক্ষাপ্রতিষ্ঠনে পড়িস। আমি পড়ে আছি সেই আগের জায়গাতেই। তুই যখন ফেসবুকে কথোপকথনে মেতে থাকিস আমারই সামনে আমার বন্ধুদের সঙ্গে, আমি ভাবতে থাকি আমার কতটা জুড়ে তুই আছিস। তোকে দোস্ত বলে ডাকার জন্য একটা খামখেয়ালি মন কত ছটফট করে, সেটা তুই বুঝিস? তোকে কখনো বোঝাতে পারব না আমি, তোকে নিয়ে কত স্বপ্ন লুকিয়ে রেখেছি আমি আড়ালে। তোকে নিয়ে আমি গোপন ভালোবাসা পুষেছি। কেন এভাবে আমার চিন্তাজুড়ে আছিস? জানি, ক্যাডেট কলেজের দামি অট্টালিকার ভেতরে বসে আমার ঘুপচি ঘরের আবেগটা তোর কাছে ছেলেমানুষি মনে হচ্ছে। আচ্ছা, তোর কি আমাকে বাজে ছেলে বলে মনে হয়? হয়তো তুই আমার থেকে এ রকম আশা করিস না। কিন্তু এই অস্থিরতা আমাকে ক্রমেই গিলে নিচ্ছে। আমি আর পারছি না। আচ্ছা, তোর সেই দিনগুলোর কথা মনে পড়ে? আমরা একসাথে প্রাইভেট পড়তে যেতাম বিকেলে। মহিলা কলেজের পেয়ারাগাছ থেকে চুরি করে পেয়ারা পাড়া, কপোতাক্ষ ব্রিজের ওপর দাঁড়িয়ে দুষ্টুমি। জানিস, পেয়ারাগাছটা এখনো আছে। শুধু নেই আমি আর আমার দোস্ত। আজকাল কপোতাক্ষ ব্রিজটাকে লোহালক্কর ছাড়া কিছুই মনে হয় না। আমার কাছে তোর লেখা খুদে বার্তাগুলোর মতোই প্রাণহীন মনে হয়। তুই হয়তো আমাকে শুধুই বন্ধু ভাবিস, কিন্তু আমি আরও বেশি কিছু ভাবি, ভেবে ফেলেছি অনেক আগে থেকে। দোস্ত, আমার আকাশে বৃত্ত হয়ে উড়তে থাকা একটা পাখি, চারটা পাখি, তিনটা পাখির দল—তোর আকাশেও উড়তে চাই। তাদের ডানা মেলে একটু উড়তে দিস, প্লিজ।
ফাহাদ
চৌগাছা, যশোর।
একবারও কি মনে পড়ে না আমায়

কাঞ্চনী,
আমাকে ক্ষমা করে দিস। আমি তোকে আজও ভালোবাসি রে পাগলি। বিশ্বাস কর তোকে আমি ছয় বছর আগে যে রকম ভালোবাসতাম আজও সে রকম বা তার চেয়েও বেশি ভালোবাসি। একটু খারাপ ব্যবহার করেছি বলে তুই আমায় ছেড়ে চলে গেলি। ছয় বছর হয়ে গেল একবারও তোর আমার কথা মনে পড়ল না। আমার সাথে কথা বলা, দেখা করার জন্য তুই অস্থির হয়ে থাকতি। সেই তুই কী করে আমায় ভুলে আছিস। আমি তোকে কষ্ট দিতে চাইনি। যদি পারিস আমাকে ক্ষমা করে দিস। তোর জন্য আমার ভালোবাসার দরজা চিরদিন খোলা থাকবে। ভালো থাকিস কাঞ্চনী।

তুষার শিদকার

অর্থনীতি বিভাগ, চতুর্থ বর্ষ, সরকারি দেবেন্দ্র কলেজ, মানিকগঞ্জ।

এখনো তোমাকে আগের মতোই ভালোবাসি

.
.


অনেক ভালোবেসেছিলাম তোমাকে, কিন্তু তুমি আমাকে বুঝলে না। বারবার অপমান, অবহেলিত হওয়ার পরও একবারের জন্যও তোমার পিছু ছাড়িনি। আশায় ছিলাম তুমি আমাকে একদিন বুঝবে, আমাকে খুঁজবে, আমাকে ভালোবাসবে। কিন্তু আমি বুঝতে পারিনি যে আমার স্বপ্নটা ছিল মিথ্যা। জীবনে যদি সবচেয়ে বড় কোনো ভুল করে থাকি তা হলো তোমাকে ভালোবাসা। জানি না আর কতকাল এ ভুলের মাশুল দিতে হবে। হয়তো আগের মতো আর তোমার জন্য পথের ধারে দাঁড়িয়ে থাকি না, তোমার জন্য আগের মতো আর কাঁদি না কিন্তু বিশ্বাস করো এখনো তোমাকে আগের মতোই ভালোবাসি। ভালো থেকো তুমি।
মো. আতিউর রহমান
আনন্দমোহন কলেজ, ময়মনসিংহ।

কথাগুলো কি তোমায় কখনো বলতে পারব না
রনি তুমি জানো যে আমি তোমাকে কতটা ভালোবাসি। কিন্তু আমি কখনো সেটা মুখ ফুটে বলতে পারিনি, আর তুমি জেনেও না জানার মতো আমাকে এড়িয়ে আছো। আমি কি কখনো তোমাকে বলতে পারব না যে রনি, আমি তোমাকে খুব লাভ করি।
জান্নাতুল আক্তার
ফার্মগেট, ঢাকা।

দুটি মনের আত্মিক মিলনই ভালোবাসা
মন পাগলি তুমি আমার জীবনে এসেছ অনুপ্রেরণা হয়ে। এসেছ ছন্দের ঐকতান হয়ে। তোমার পাগলামি আমার মনকে ভালোবাসার ঝরনাধারায় সিক্ত করেছে। এক আকাশ তারা আর চাঁদের আলোয় হলের ছাদে যখন তোমার সাথে ফোনে কথা বলি, তখন মনে হয় ডানা কাটা এক পরি আমার পাশে বসে রূপকথার গল্প করছে। তোমার সাথে বসে প্রথম কফি খাওয়া আর আড্ডা দেওয়ার মুহূর্তটা আমাকে বারবার আলোড়িত করে। তুমি আমার পাগল মনের ‘রাজকন্যা’। সারা জীবন আমার মনের ক্যানভাসে ভালোবাসার রংতুলি হয়ে থেকো। কখনো এই পাগলটার ‘মনের বাক্স’ থেকে হারিয়ে যেয়ো না......
তোমার ‘মন পাগল’
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি

বিশ্ববিদ্যালয়, দিনাজপুর।

অপেক্ষমাণ নিঃশেষিত ভালোবাসা

শেষ যেদিন তোর সাথে কথা হয়েছিল তুই বলেছিলি তুই আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবি না, মরে গেলেও না।

কিন্তু বাস্তবতার টানে তুই আজ আরেকজনের ঘর করছিস, আমাকে প্রায় ভুলেই গেছিস। কিন্তু আমি তো তোকে ভুলতেই পারছি না।

তোর কি মনে আছে তোর প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি হাসি, প্রতিটি ব্যথা, প্রতিটি কাজ অনুভব করার চেষ্টা করতাম।

আজ এই সবগুলো আমার বুকে কাঁটার মতো গাঁথে।

বাস্তবতার টানে সব হারিয়ে যায়, কিন্তু স্মৃতিগুলো কখনোই না।

আমি জানি তুই আর আমার কাছে ফিরে আসবি না। তারপরও যদি কখনো আসতে মন চায় তাহলে চলে আসবি।

তোর জন্য আমার দরজা সর্বদা খোলা।

অপেক্ষায় রইলাম ।

মাহিদুল ইসলাম

গজারিয়া, লালমোহন, ভোলা।’

লেখা পাঠানোর ঠিকানা

অধুনা, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।

ই-মেইল: [email protected] ফেসবুক: facebook.com/adhuna.PA. খামের ওপর ও ই-মেইলের subject-এ লিখুন ‘মনের বাক্স’