শক্তি ফাউন্ডেশনে দুটি পদে ২০০ নিয়োগ

সম্প্রতি শক্তি ফাউন্ডেশন অ্যাগ্রো ডেভেলপমেন্ট প্রোগ্রামে দুটি পদে ২০০ জন লোক নেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পাবেন গত ২৫ নভেম্বর প্রথম আলোর ক্রোড়পত্র চাকরিবাকরির দ্বিতীয় পৃষ্ঠায়। বিজ্ঞপ্তি অনুযায়ী, এখানে শাখা ব্যবস্থাপক পদে ৫০ জন এবং অ্যাগ্রো ডেভেলপমেন্ট অফিসার (মাঠকর্মী) পদে ১৫০ জনকে নিয়োগ করা হবে। পদ দুটিতে আবেদন করা যাবে ১০ ডিসেম্বর পর্যন্ত।
এসব পদে আবেদনের জন্য প্রার্থীদের কৃষি ডিপ্লোমা বা কৃষিতে স্নাতক/স্নাতকোত্তর পাস হতে হবে। শাখা ব্যবস্থাপক পদের প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৩৫ এবং অ্যাগ্রো ডেভেলপমেন্ট অফিসার (মাঠকর্মী) পদের প্রার্থীদের বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে। শাখা ব্যবস্থাপক পদে কৃষিতে ডিপ্লোমাধারী প্রার্থীদের ক্ষেত্রে তিন বছরের কৃষি ঋণদান/কৃষি কর্মসূচিতে শাখা পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে। আর কৃষিতে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে কৃষি ঋণদান/কৃষি কর্মসূচিতে শাখা পরিচালনার কাজে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এগ্রো ডেভেলপমেন্ট অফিসার (মাঠকর্মী) পদের প্রার্থীদের কোনো অভিজ্ঞতা লাগবে না। তবে এ পদের প্রার্থীদের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। উভয় পদের প্রার্থীদের কম্পিউটারে ওয়ার্ড, এক্সেলে পারদর্শী হতে হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, পদগুলোতে আবেদন করতে হলে প্রার্থীদের লিখিত আবেদনপত্রের সঙ্গে সাদা কাগজে জীবনবৃত্তান্ত, ফোন নম্বরসহ, দুজন রেফারেন্সকারীর নাম, ঠিকানা ও ফোন নম্বরসহ সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি, সব শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি, অভিজ্ঞতা সনদের ফটোকপি এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সিনিয়র ডিরেক্টর বরাবর, এইচআর ডিপার্টমেন্ট, শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজড উইমেন, বাড়ি নম্বর ৪, রোড নম্বর ২৭, ব্লক জে, বনানী, ঢাকা ১২১৩ এই ঠিকানায় পাঠাতে হবে। খামের ওপর পদের নাম, আগ্রহী এলাকার নাম উল্লেখ করতে হতে হবে।
চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত একজন শাখা ব্যবস্থাপক এক বছর শিক্ষানবিশকালে সর্বসাকল্যে ১৮ হাজার টাকা এবং স্থায়ীকরণের পর ২০ হাজার ২৮৪ টাকা বেতন পাবেন। অন্যদিকে একজন এগ্রো ডেভেলপমেন্ট অফিসার (মাঠকর্মী) ছয় মাস শিক্ষানবিশকালে ১২ হাজার টাকা এবং স্থায়ীকরণের পর ১৩ হাজার ৪০ টাকা বেতনসহ অন্যান্য সুবিধা পাবেন। সংস্থার নিয়ম অনুযায়ী শাখা ব্যবস্থাপক পদের প্রার্থীদের আট হাজার টাকা এবং এগ্রো ডেভেলপমেন্ট অফিসার (মাঠকর্মী) পদের প্রার্থীদের পাঁচ হাজার টাকা (ফেরতযোগ্য) জামানত হিসেবে নগদ জমা দিতে হবে বলে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা আছে।