
অনেক শিশুরই চোখের নানান ধরনের অসুবিধার জন্য চশমা পরতে হয়। তবে কোনো কোনো শিশু সব সময় চশমা পরে থাকতে চায় না। আবার অনেক সময় চশমা হারিয়ে ফেলতে পারে বা ভেঙে ফেলতে পারে। শিশুকে কোন ধরনের চশমা কিনে দেওয়া উচিত, সেটি নিয়েও ভাবনাচিন্তার শেষ নেই। শিশুর চশমা নিয়ে এ রকম নানা সমস্যায় পড়তে হতে পারে মা-বাবাকে।
শিশুর চশমা প্রসঙ্গে পরামর্শ দিয়েছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের চক্ষু বিভাগের সহকারী অধ্যাপক এ আই এম আনিস উদ্দিন।
•শিশুর চশমার ফ্রেম যতটা হালকা হয়, ততই ভালো। ধাতব চশমার চেয়ে প্লাস্টিকের তৈরি চশমাই শিশুদের জন্য ভালো।
• শিশুরা চশমা হারিয়ে ফেলতে পারে খুব সহজেই। তাই শিশুর চশমার সঙ্গে ফিতা বেঁধে দেওয়া যেতে পারে। ফিতা বাঁধা থাকলে শিশু চোখ থেকে চশমা খুলে রাখলেও হারানোর ভয় থাকবে না।
শিশুর জন্য একটি বাড়তি চশমা রাখতে পারেন বাড়িতে। যদি চশমা হারিয়ে যায়, তাহলে নতুন চশমা না কেনা পর্যন্ত বাড়তি চশমাটি শিশুর কাজে লাগবে।
খেলার সময় বা ছোটাছুটি করতে গিয়ে শিশুর চোখ থেকে চশমা খুলে যেতে পারে। চশমার দোকান বাংলাদেশ অপটিকের বিক্রয় সহকারী মো. খালেদ মাহমুদ জানালেন, শিশুদের উপযোগী কিছু চশমার সঙ্গে বাড়তি একটি বাঁকানো অংশ থাকে, যেটি শিশুর কানের পেছনে শক্তভাবে আটকে থাকবে। এ বাড়তি অংশটি থাকার সুবিধা হলো, শিশু ছোটাছুটি করলেও সহজে চশমা খুলে যাবে না।
আই পয়েন্টের বিক্রয় সহকারী নুরুল ইসলাম জানান, শিশুদের জন্য মা-বাবারা এমন চশমা খোঁজেন, যেগুলো হাত থেকে পড়ে গেলেও ভেঙে যাবে না। তাই আজকাল শিশুদের উপযোগী অনেক চশমাই এমন উপাদানে তৈরি হয়, যেন সেগুলো খুব সহজেই ভেঙে না যায়।
শিশুর পছন্দ-অপছন্দ
অনেক শিশু চশমা পরতে চায় না। সব সময় চশমা পরে থাকাটা তার জন্য অস্বস্তিরও হতে পারে। তাই নিজের পছন্দ তার ওপর চাপিয়ে না দিয়ে চশমা বাছাইয়ে শিশুর পছন্দকেই গুরুত্ব দিন। বাজার ঘুরে দেখা গেল, হরেক রঙের ফ্রেমের চশমা আছে শিশুদের জন্য। লাল, নীল, বেগুনি বা অন্য যে রঙের ফ্রেম আপনার শিশুর ভালো লাগে, তাকে সেটিই কিনে দিন।
কোথায় পাবেন
ঢাকার বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স, নিউমার্কেট, এলিফ্যান্ট রোডের চশমার দোকানসহ সব চশমার দোকানেই পাবেন শিশুদের উপযোগী চশমা। চক্ষুচিকিৎসকের পরামর্শ অনুযায়ী এসব দোকানে অর্ডার দিয়ে শিশুর জন্য চশমা বানিয়ে নিতে পারেন।
দরদাম
ব্র্যান্ডের চশমার দাম পড়বে দুই থেকে ১০ হাজার টাকার মধ্যে। ব্র্যান্ড ছাড়া চশমা পাবেন ৩০০-৭০০ টাকার মধ্যে।