শীত আসছে বাজারে

কম দামে ভালো মানের পোশাক কিনতে চলে আসুন বদরুদ্দোজা সুপার মার্কেটে। ছবি: নকশা
কম দামে ভালো মানের পোশাক কিনতে চলে আসুন বদরুদ্দোজা সুপার মার্কেটে। ছবি: নকশা

বাইরে এখনো খুব বেশি শীত আসেনি। তবে শীতের পোশাকের পসরা জেঁকে বসেছে রাজধানীর বাজারগুলোতে। পাতলা কাপড়ের এসব শীতের পোশাক কিনে নিতে পারেন এখনই। কম দামে ভালো শীতের পোশাক পেতে চাইলে যেতে পারেন ঢাকার নিউমার্কেট বা বঙ্গবাজারে। এখানে অনেক সংগ্রহ থেকে বেছে নিতে পারেন আপনার পছন্দের পোশাক।
বঙ্গবাজারের পোশাক বিক্রেতা সোহেল সরদার জানান, শীতের গরম পোশাক কিনতে ক্রেতারা বাজারে আসতে শুরু করেছেন। এখন হালকা গরম কাপড়ই বিক্রি হচ্ছে বেশি।

যেমনটা পাওয়া যাচ্ছে
বাজার ঘুরে দেখা গেল বাহারি পোশাকের পসরা। ছেলেদের শীতের পোশাকের মধ্যে আছে নানা ধরনের সোয়েটার। গোল গলা, ভি গলা, চিকন কলারের এসব সোয়েটারে থাকছে বিভিন্ন ধরনের ডিজাইন। সামনের দিকে চেইন বা বোতাম আছে কিছু পোশাকে। নানা রঙের জ্যাকেটে খুঁজে পাওয়া যাবে বৈচিত্র্য। চামড়া, রেকসিন অথবা উলের কাপড়ে তৈরি এসব জ্যাকেট। ডেনিম বা গ্যাবার্ডিন কাপড়ের ব্লেজারও আছে। আছে সামনে চেইন টানা নানা ধরনের সুপার হিরো বা কার্টুন আঁকা পোশাকও। মেয়েদের জন্য উলের তৈরি কার্ডিগান, ফুল ও কোয়ার্টার হাতার ক্যাজুয়াল ব্লেজার, সোয়েটার, ট্রাউজার, পাতলা চাদর ইত্যাদিসহ নানা ধরনের পোশাকের দেখা মিলবে।

দরদাম

শীতের পোশাক
শীতের পোশাক


নানা ধরনের পোশাক, তাই দামও ভিন্ন ভিন্ন। তবে মেয়েদের শীতের পোশাক কিনতে পাবেন ১৫০ থেকে ৬০০ টাকায়। ছেলেদের পোশাকের ক্ষেত্রে ফুল হাতা টি-শার্ট ৩০০ টাকার মধ্যে, গেঞ্জির কাপড়ের সোয়েটার ২৫০ থেকে ৫০০ টাকায়, পাতলা উলের সোয়েটার ৪০০ টাকার মধ্যে। এ ছাড়া কিনতে পারেন পাতলা রেকসিনের নানা রঙের ব্লেজার। দাম পড়বে এক হাজার ২০০ থেকে দুই হাজার ৫০০ টাকা। ক্যাজুয়াল ব্লেজার পাবেন ৬০০ থেকে এক হাজার ৫০০ টাকায়।

যেখানে পাবেন
ঢাকা কলেজের আশপাশে এখন শীতের পোশাকের ছড়াছড়ি। ঢাকার নিউমার্কেট, বদরুদ্দোজা সুপার মার্কেট, চন্দ্রিমা সুপার মার্কেট, নুরজাহান সুপার মার্কেট, প্লাজা এআর, বঙ্গবাজার, মতিঝিল, মিরপুর দশ নম্বর এলাকা, প্রিন্স প্লাজা, মুক্তবাংলা শপিং কমপ্লেক্সসহ নানা স্থানে এসব পোশাক পাওয়া যাবে।।