সবই মেলে সুপারশপে

নগরজীবনে বাজার করার সহজ সমাধান হয়ে উঠেছে সুপারশপ। আধুনিক বাজার! মাছ থেকে মিষ্টি, চাল থেকে চুলা-সবই মেলে এখানে। পরিচ্ছন্ন পরিবেশে সময় নিয়ে বেছে বেছে কেনাকাটা করা যায় বলে জনপ্রিয়তা বাড়ছে নিয়মিত।
এই যেমন মিরপুরের বাসিন্দা মুক্তা জামান। কেনাকাটা তাঁর নেশা। কিন্তু আলাদা করে শাড়ি, জুতা বা প্রসাধনীর দোকানের বাইরে সুপারশপেই ঘণ্টার পর ঘণ্টা সময় কাটাতে পারেন। তিনি বলেন, আমাকে কোনো কারণে অপেক্ষা করতে হলেও আমি আশপাশের সুপারশপে চলে যাই। খুঁজে খুঁজে টুকটাক শপিং করি আর অপেক্ষা করি। দারুণ কেটে যায় সময়টা।
সুপারশপে কেনাকাটা তন্বীর পছন্দ এ জন্যই যে, দুই বছরের মেয়েকে নিয়ে শপিংয়ে গেলেও নাকাল হতে হয় না। ওকে সঙ্গে নিয়ে আরামেই বাজার করে ফেরা যায়। আবার সুপারশপে জিনিসও মেলে নানান রকমের। ফলে সহজেই সেখান থেকে বেছে নেওয়া যায় নিচের পছন্দমতো পণ্য।
রাজধানীতেই শুধু নয়, রাজধানীর বাইরে সিলেট, চট্টগ্রামের মতো বড় বড় শহরে জনপ্রিয় সুপারশপ। বেছে বেছে আরামে প্রয়োজনীয় পণ্য কেনার জন্য অনেকের কাছেই সেরা বিকল্প সুপারশপ।
চেইন সুপারশপ স্বপ্নের নির্বাহী পরিচালক সাব্বির হাসান বলেন, ‘পরিচ্ছন্ন পরিবেশ তো বটেই, সুপারশপে কেনাকাটার আরও সুবিধা হচ্ছে, এখানে ঠকার সুযোগ কম। কোনো পণ্য খারাপ হলে ক্রেতার অভিযোগ করার সুযোগ আছে, যেটা কাঁচাবাজারে সম্ভব নয়। আবার আমাদের অধিকাংশ ক্রেতাই মেয়ে, তারাও এখানে নিরাপত্তা পাচ্ছে। সুপারশপগুলোতে স্বাস্থ্যকর পদ্ধতিতে সবকিছু সংরক্ষণ করা হয়। অনেক জায়গায় দেখা যায় নর্দমার পাশে মাছের বাজার, সেখানে ব্যাকটেরিয়াল কিছু মাছে চলে গেল কি না, সেসব বিষয়ে ক্রেতারা বুঝতে পারছে না।’ তবে সুপারশপগুলোকে আরও উন্নত করতে কিছু বিষয়ে বাড়তি নজর দেওয়ার কথা বলেন সাব্বির হাসান নাসির। সুপার স্টোর নিজেই তাদের গুণগত মান নিশ্চিত করতে আরও সচেতন হতে পারে। কর্মীদের আরও দক্ষ করে তুলতে পারে। সুপারশপগুলোতে দামের ব্যাপারে তিনি বলেন, কিছু পণ্যে এমআরপি লেখাই থাকে। সবজি, ফল, মাছ, মাংস বা চাল-ডালেই মূলত দামের পার্থক্য তৈরি করে। কাঁচাবাজারের দামেই তো আর সুপার মার্কেটে পণ্য দেওয়া সম্ভব নয়। তবে খুব বেশি পার্থক্য থাকলে তো ক্রেতারা আসবে না। সেই দিকটাও মাথায় রাখতে হবে।
আগোরার হেড অব মার্কেটিং মিফতা নাইম হুদা বলেন, ‘কোনো ক্রেতা আমাদের দোকানে এলে আমরা নিশ্চিত করার চেষ্টা করি যে তাঁরা যা চাইছেন তার সবই যেন তাঁরা এখানে পান। স্বচ্ছতাটা আমাদের ক্রেতার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখনো অনেকেই কাঁচাবাজারে বাজার করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তবে মডার্ন শপিংয়ের সুবিধা তাদের বোঝাতে পারলেই তারা আরও বেশি এদিকে ঝুঁকবে। আর তা ছাড়া তারা এখানে টাটকা পণ্যটাও পাচ্ছে।’
সুপারশপে যেমন গিয়ে কেনাকাটা করার সুবিধা আছে, তেমনি চাইলে তারা হোম সার্ভিসও দেয়। সুপারশপগুলোতে মেম্বারশিপের ব্যবস্থা গড়ে উঠেছে। সদস্য হলে মোট ক্রয়কৃত পণ্যের ওপর ছাড় দেওয়া হয়। রয়েছে কার্ড সুবিধাও। একেক চেইন সুপারশপে একেক কার্ডে বিশেষ ছাড় দেওয়া হয়। রয়েছে অভিযোগের ব্যবস্থাও। কোনো পণ্য নিয়ে অভিযোগ থাকলে জানাতে পারেন সহজেই।
যা পাবেন সুপারশপে
সুপারশপে পাওয়া যায় নিত্যপ্রয়োজনীয় প্রায় সব উপকরণই। কাঁচাবাজার, মাছ, মাংস ছাড়াও সব ধরনের চাল, ডাল, আদা, রসুন, পেঁয়াজ পাবেন এখানে। এমন অনেক জিনিস আছে, যা সচরাচর সবখানে মেলে না, যেমন সুপারশপে পাবেন কলার মোচা বা আতা ফল। থানকুনি পাতা, চুই ঝাল, কিমা মাংস, নানা রকম রুটি, বিস্কুট, জুস, আচার, কাউনের চাল, বিন্নি চাল-কী নেই এখানে। মিলবে দেশি-বিদেশি ফলমূল, শুকনা ফল, মুদি দোকানের উপকরণ, ফ্যাশন হাউসের মতো পোশাক, গয়না, জুতা, ব্যাগ, জুয়েলারি। ক্রোকারিজ, ইলেকট্রনিক পণ্য, স্টেশনারি পণ্য, শিশুদের খেলনাসহ দৈনন্দিন আরও অনেক কিছু। সেখান থেকে কেবল নিজের পছন্দমতো পণ্য বেছে নিলেই হলো।
ছাড়ে কেনাকাটা
প্রায় প্রতিটি সুপারশপের রয়েছে বিশেষ গ্রাহক (মেম্বারশিপ) কার্ড। নির্দিষ্ট পরিমাণ বাজার করে বা টাকা জমা দিয়ে এই কার্ড তৈরি করে নিলে সেখানে কেনাকাটায় ছাড় পাওয়া যায়। এ ছাড়া বিভিন্ন ব্যাংকের সঙ্গে সুপারশপের চুক্তি থাকলে সেই ব্যাংকের কার্ডে টাকা পরিশোধ করলেও ছাড় পাওয়া যায়।
আগোরায় কেনাকাটার জন্য রয়েছে সিটি ব্যাংক ও আমেরিকান এক্সপ্রেসের ‘আগোরা আমেরিকান এক্সপ্রেস কার্ড’। এই কার্ডে আগোরায় বিশেষ সুবিধা পাবেন ক্রেতারা। শুরুতেই এই কার্ড দিয়ে ২ হাজার টাকার ‘কমপ্লিমেন্টারি’ কেনাকাটা করা যাবে। এ ছাড়া প্রতিবার ১০০ টাকার কেনাকাটা করলেই গ্রাহক কার্ডে যোগ হবে ১০ আপনজন পুরস্কার পয়েন্ট। আগোরার নির্দিষ্ট কিছু উপকরণে ১০ হাজার টাকার কেনাকাটা করে ২০ বিজয়ী পাবেন আকর্ষণীয় গিফট হ্যাম্পার। সুযোগ আছে পাঁচ তারকা হোটেলে ডিনার অথবা রিসোর্টে থাকার।
কেনাকাটার ঠিকানা
রাজধানী ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে আছে অনেকগুলো চেইন সুপারশপ। এ ছাড়া নগরের বিভিন্ন আবাসিক এলাকায় মাঝারি আকারের সুপারশপ চোখে পড়বে। আগোরা, স্বপ্ন, আলমাস, মীনা বাজার, নন্দন, টোকিও সুপারশপ, ডেইলি সুপারশপ (ডিসিসি), ওয়ান স্টপ, ঢালী সুপার স্টোর, কেরি ফ্যামিলি সুপারশপ, বেঙ্গল মিট বুচার শপ, দেশি সুপারশপ, কিংশুক সমবায় বাজার, ল্যাভেন্ডার সুপারশপ, ফ্যামিলি নীডস সুপারশপ, পিক অ্যান্ড পে সুপার মার্কেট, নান্দনিক বাজার, কনজিউমার মেগা শপ, প্রিন্স বাজার, ওয়ান শপ, হোম সুপারশপ ইত্যাদি।