সবজান্তা সমীপেষু
কথায় আছে ‘মানুষ চেনা বড় দায়’, তাহলে মানুষ চেনার উপায় কী?
লাইজু ফারিয়া
সাহাপুর, রংপুর
ন্যাশনাল আইডি কার্ডের
ছবি দেখা।
সব সমস্যার সমাধান থাকলেও ঢাকার যানজট সমস্যার সমাধান নেই কেন?
হিমালীয়া দেবনাথ
কমলগঞ্জ, মৌলভীবাজার
যানজট এখন জীবনের অংশ, এটাকে কেউ আর সমস্যা মনে করে না। তাই এর সমাধানও নেই।
রস+আলোর রস কবে শেষ হবে?
মো. সিহাব
চাঁপাইনবাবগঞ্জ সরকারি
কলেজ, চাঁপাইনবাবগঞ্জ
যেদিন রস+আলো পড়ে মানুষ হাসতে শুরু করবে।
সরকারি প্রতিষ্ঠানে দুর্নীতির হার তুলনামূলক বেশি হয় কেন?
অনিকেত
সরকারি মুকসুদপুর কলেজ
বেসরকারি লোকজনকে সেসব জায়গায় যেতে হয় বলে।
‘ফুল ছেঁড়া নিষেধ’ লেখা থাকলেও ফুল ছেড়ে কেন মানুষ?
আঁখি মনি
মুকসুদপুর কলেজ
‘ফুল ছেঁড়া নিষেধ নয়’ লেখা থাকলে আর ছিঁড়ত না।
অপ্রীতিকর বিভিন্ন কাজে জড়িত ব্যক্তিরা পদত্যাগ করে না কেন?
মুস্তাসিন ইসলাম
শাহীবাগ, শ্রীমঙ্গল
পদত্যাগ করার মতো অপ্রীতিকর কিছু করতে চায় না বলে।
সেরা প্রশ্ন
ডাবে পানি থাকে কিন্তু সেই পানিতে মাছ থাকে না কেন?
ইফাজ হাসান
চকরিয়া গ্রামার স্কুল, চকরিয়া
মাছ থাকলে মানুষ সেখানে জাল ফেলবে এ কারণে।
অভিনন্দন ইফাজ, আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।
পোস্টকার্ডের ওপর লিখুন
সবজান্তা সমীপেষু
রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা–১২১৫।