সবজান্তা সমীপেষু

কথায় আছে ‘মানুষ চেনা বড় দায়’, তাহলে মানুষ চেনার উপায় কী?
লাইজু ফারিয়া
সাহাপুর, রংপুর
 ন্যাশনাল আইডি কার্ডের
ছবি দেখা।

সব সমস্যার সমাধান থাকলেও ঢাকার যানজট সমস্যার সমাধান নেই কেন?
হিমালীয়া দেবনাথ
কমলগঞ্জ, মৌলভীবাজার
 যানজট এখন জীবনের অংশ, এটাকে কেউ আর সমস্যা মনে করে না। তাই এর সমাধানও নেই।

রস+আলোর রস কবে শেষ হবে?
মো. সিহাব
চাঁপাইনবাবগঞ্জ সরকারি
কলেজ, চাঁপাইনবাবগঞ্জ
 যেদিন রস+আলো পড়ে মানুষ হাসতে শুরু করবে।

সরকারি প্রতিষ্ঠানে দুর্নীতির হার তুলনামূলক বেশি হয় কেন?
অনিকেত
সরকারি মুকসুদপুর কলেজ
 বেসরকারি লোকজনকে সেসব জায়গায় যেতে হয় বলে।

‘ফুল ছেঁড়া নিষেধ’ লেখা থাকলেও ফুল ছেড়ে কেন মানুষ?
আঁখি মনি
মুকসুদপুর কলেজ
 ‘ফুল ছেঁড়া নিষেধ নয়’ লেখা থাকলে আর ছিঁড়ত না।

অপ্রীতিকর বিভিন্ন কাজে জড়িত ব্যক্তিরা পদত্যাগ করে না কেন?
মুস্তাসিন ইসলাম
শাহীবাগ, শ্রীমঙ্গল
 পদত্যাগ করার মতো অপ্রীতিকর কিছু করতে চায় না বলে।

সেরা প্রশ্ন
ডাবে পানি থাকে কিন্তু সেই পানিতে মাছ থাকে না কেন?
ইফাজ হাসান
চকরিয়া গ্রামার স্কুল, চকরিয়া
 মাছ থাকলে মানুষ সেখানে জাল ফেলবে এ কারণে।

অভিনন্দন ইফাজ, আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।
পোস্টকার্ডের ওপর লিখুন
সবজান্তা সমীপেষু
রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা–১২১৫।