
বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে রিচিং আউট অব স্কুল চিলড্রেন (রস্ক) দ্বিতীয় পর্যায় প্রকল্পের আওতায় দেশের বিভিন্ন উপজেলায় একজন করে চুক্তিভিত্তিক ট্রেনিং কো-অর্ডিনেটর (টিসি) নিয়োগ করা হবে বলে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এই কো-অর্ডিনেটররা ঝরে পড়া ও বিদ্যালয়-বহির্ভূত শিশুর প্রাথমিক শিক্ষা কার্যক্রমে দেশের বিভিন্ন উপজেলায় অবস্থিত শিখন কেন্দ্রের (আনন্দ স্কুল) তদারকি, শিক্ষক প্রশিক্ষণ, দাপ্তরিক ও মাঠপর্যায়ে কাজ করবেন। প্রতি উপজেলায় এই প্রকল্পের কার্যক্রম ২০১৭ সাল পর্যন্ত পরিচালিত হওয়ার কথা থাকলেও প্রকল্পের মেয়াদ বাড়তে পারে বলে রস্ক ফেইজ-২ প্রকল্প সূত্রে জানা গেছে। আবেদন করতে হবে আগামী ২৩ ডিসেম্বর বিকেল পাঁচটার মধ্যে।
এ পদে আবেদন করতে হলে প্রার্থীকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর পাস হতে হবে। বয়স হতে হবে ৭-১২-১৫ তারিখে সর্বোচ্চ ৪০ বছর। কোনো টিচার্স ট্রেনিং কলেজ/বিশ্ববিদ্যালয় থেকে বিএড, এমএড ডিগ্রিধারীকে অগ্রাধিকার দেওয়া হবে। উন্নয়নবিষয়ক কর্মসূচিতে (বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে) পূর্ব প্রশিক্ষণ বা অভিজ্ঞতা থাকলে তা বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। প্রার্থীকে অবশ্যই কম্পিউটার চালনায় পারদর্শী (বিশেষ করে এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার প্রেজেন্টেশন ও ই-মেইল) হতে হবে। এই প্রকল্পের একজন কর্মকর্তা জানান, এ পদে কর্মরতরা আবেদন করতে পারবেন না।
প্রার্থীকে বিজ্ঞপ্তিতে উল্লিখিত ছক অনুযায়ী নিজের পূর্ণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের দুই কপি সত্যায়িত ছবি, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার সনদ (কম্পিউটার) সত্যায়িত ফটোকপিসহ আবেদনপত্র প্রকল্প পরিচালক, রিচিং আউট অব স্কুল চিলড্রেন (রস্ক) ফেইজ-২ প্রকল্প, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬ এই ঠিকানায় সরাসরি, ডাক বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে। আবেদনপত্রের খামের ওপর ডানদিকে ‘ট্রেনিং কো-অর্ডিনেটর’ কথাটি লিখতে হবে। সূত্র জানায়, প্রার্থীদের আবেদনপত্র যাচাই-বাছাই করে লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হবে। লিখিত পরীক্ষার তারিখ ও প্রবেশপত্র প্রার্থীর ঠিকানায় পাঠানো হবে।
লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে নির্বাচিত প্রার্থীকে প্রতি মাসে ২০ হাজার টাকা (নির্ধারিত) হারে বেতন দেওয়া হবে। সন্তোষজনক কাজ সম্পাদনের শর্তে বছরে অতিরিক্ত এক মাসের বেতনের সমপরিমাণ উৎসাহ (ইনসেনটিভ) হিসেবে দেওয়া হবে। এ ছাড়া মাঠপর্যায়ে পরিদর্শন/ভ্রমণের দায়িত্ব পালনের জন্য মাসে পাঁচ হাজার টাকা যাতায়াত ভাতা হিসেবে দেওয়া হবে।
চূড়ান্তভাবে নির্বাচিত একজন ট্রেনিং কো-অর্ডিনেটরকে উপজেলার আনন্দ স্কুল শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষার নিশ্চয়তাকল্পে ওই সব স্কুলের শিক্ষক, উপজেলাভিত্তিক পুল শিক্ষক ও সিএমসি সদস্যদের প্রয়োজনীয় প্রশিক্ষণ, স্কুলের শ্রেণিকক্ষে সহায়তা করা, আনন্দ স্কুলের কার্যক্রম পরিদর্শন করা, শিক্ষক-শিক্ষার্থী মূল্যায়ন কাজে সহায়তা করা, রস্ক প্রকল্পের প্রশাসনিক, সমন্বয়, প্রচার ও সামাজিক সচেতনতামূলক কাজসহ নানা ধরনের কাজ করতে হবে।
যোগাযোগ: প্রকল্প পরিচালক
ফোন: ০২-৫৫০৭৪৯২৫
ই-মেইল: [email protected]। এ ছাড়া এই নিয়োগের বিজ্ঞপ্তিটি দেখতে পারেন ১২ ডিসেম্বরের প্রথম আলোর ১৫ পৃষ্ঠায়। এ ছাড়া http://epaper.prothom-alo.com/view/dhaka/2015-12-12/15 এই লিংক থেকেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে।