সাঁটলিপিকার ও কম্পিউটার অপারেটর
সরকারি চাকরিতে নিয়োগের একটি বড় অংশ কারিগরি শাখায়। বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর ও পরিদপ্তরে ব্যক্তিগত কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তা, সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, ডেটা এন্ট্রি অপারেটর নেওয়া হয়ে থাকে।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ কর্মকমিশন সচিবালয়ের সহকারী পরিচালক আবু জাফর জানান, বাংলাদেশের প্রায় প্রতিটি সরকারি দপ্তরে এই সব পদে জনবল নিয়োগ করা হয়। এই শাখায় প্রার্থীদের আবেদন করতে হলে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি দক্ষতার প্রয়োজন হয়।
আবেদনকারীর যোগ্যতা: সরকারি বিভিন্ন মন্ত্রণালয়, মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন বিভাগসমূহ দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর, সংস্থাসমূহের নিয়োগ কার্যক্রম পরিচালনার জন্য ভিন্ন ভিন্ন নিয়োগ বিধিমালা জারি করা হয়। ব্যক্তিগত ও প্রশাসনিক কর্মকর্তা পদে প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণির স্নাতক সম্মান ডিগ্রি। সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, ডেটা এন্ট্রি অপারেটর পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি উভয় ক্ষেত্রে বাংলা ও ইংরেজিতে সাঁটলিপি ও কম্পিউটারে মুদ্রাক্ষরের নির্দিষ্ট গতিতে লেখার যোগ্যতা থাকতে হবে।
বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা: এই সব পদে সরকারি বেতনকাঠামোর ১০ থেকে ১৬ নম্বর গ্রেডে বেতন ও অন্যান্য সুবিধা প্রদান করা হয়ে থাকে। এ ছাড়া আবাসন, পরিবহন, চিকিৎসাসহ অন্যান্য বিভিন্ন সুযোগ-সুবিধা পাওয়া যায়।
কারিগরি যোগ্যতা: সরকারি চাকরি এই শাখায় আবেদন করতে হলে অবশ্যই কারিগরি যোগ্যতা থাকতে হবে। এ বিষয় জানতে চাইলে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে কর্মরত বেঞ্চ অফিসার সোহেল আহসান জানান, এই পদে প্রার্থীকে ভালো করার জন্য অবশ্যই সাঁটলিপি ও কম্পিউটার মুদ্রাক্ষরের যোগ্যতা সম্পন্ন হতে হবে।
পদোন্নতি: পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে যোগদান করে বর্তমানে ব্যক্তিগত কর্মকর্তা পদে চীনের বেইজিংয়ের বাংলাদেশ দূতাবাসে কাজ করেন জামাল উদ্দিন। এই পদগুলোতে পদোন্নতির বিষয়ে তিনি জানান, এই পদগুলোতে নিয়োগ পেয়ে সহকারী সচিব (ক্যাডারবহির্ভূত), সিনিয়র সহকারী সচিব (ক্যাডারবহির্ভূত) এমনকি ক্ষেত্রবিশেষ উপসচিব (ক্যাডারবহির্ভূত) পর্যন্ত পদোন্নতি লাভ করা যায়।
প্রশিক্ষণ কোথায় নেবেন: সাধারণ শিক্ষায় শিক্ষিত হলে এই পদগুলোতে ভালো করার সম্ভাবনা অনেক কম থাকে। তাই এই পদে আবেদন করতে হলে প্রার্থীদের ব্যক্তিগত উদ্যোগে কারিগরি যোগ্যতা অর্জন করতে হয়। রাজধানীতে সাঁটলিপির কোর্সসমূহ প্রশিক্ষণ দেওয়ার জন্য বেশ কিছু প্রতিষ্ঠান গড়ে উঠেছে। আপনি সেখানে প্রশিক্ষণ নিতে পারেন।