সুগন্ধে সতেজ

সময় আর পরিবেশন বুঝে বেছে নিন পছন্দের সুগন্ধি। মডেল: বাপ্পা ও জারিন, স্থান: পারফিউম ওয়ার্ল্ড, ছবি: সুমন ইউসুফ
সময় আর পরিবেশন বুঝে বেছে নিন পছন্দের সুগন্ধি। মডেল: বাপ্পা ও জারিন, স্থান: পারফিউম ওয়ার্ল্ড, ছবি: সুমন ইউসুফ

দেখা যাবে না, ছোঁয়া যাবে না, কেবল ঘ্রাণ নেওয়া যাবে। বাইরে বের হওয়ার আগে এটি ব্যবহার না করলে আপনি তৈরি হয়েও যেন ঠিক তৈরি নন, কী যেন একটা বাদ থেকে যাচ্ছে বলে মনে হবে। জি পাঠক, ঠিক ধরেছেন, সুগন্ধির কথাই বলা হচ্ছে। যেটি ছাড়া সাজ অথবা সজীবতা কোনোটাই পরিপূর্ণতা পায় না। ইতিহাস ঘাঁটলে জানা যায়, প্রাচীন ভারতে বহুকাল আগে থেকেই মঙ্গলজনক এবং আড়ম্বরপূর্ণ কোনো অনুষ্ঠানে স্নান করে গায়ে সুগন্ধি মাখার রেওয়াজ ছিল। এটিকে আভিজাত্যের প্রতীক হিসেবেও ধরা হতো সে সময়। মুঘল রানি নুরজাহান গোলাপের তেল ও গোলাপজল দিয়ে গোসল করতেন। সুগন্ধি শিল্পের বিস্তারে তাঁর ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ ছিল বলে জানা যায় ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে। তবে সুগন্ধি এখন আর কেবল বিশেষ দিনে ব্যবহারের কোনো বিলাস পণ্য নয়, এটি বর্তমানে রোজকার অপরিহার্য এক প্রসাধনীতে পরিণত হয়েছে।
সুগন্ধির ব্যবহার ও বাছাইয়ের নিয়ম জানিয়েছেন পারফিউম ওয়ার্ল্ডের ব্র্যান্ড ব্যবস্থাপক তানভীর আলম এবং রূপবিশেষজ্ঞ তানজিমা শারমিন।

কোথায় কেমন সুগন্ধি
রূপবিশেষজ্ঞ তানজিমা শারমিনের পরামর্শমতে, সুগন্ধি বাছাইয়ের ক্ষেত্রে সময়, স্থান ও ব্যক্তিত্ব বিবেচ্য। এটি নির্ভর করে নিজের রুচির ওপরও। কর্মস্থলে বা কোনো চাকরির সাক্ষাৎকারে কড়া সুগন্ধি এড়িয়ে যেতে হবে। সারা দিন সজীবতা বজায় রাখতে মৃদু ঘ্রাণের কোন সুগন্ধি ব্যবহার করুন। এটি যেমন আপনাকে স্নিগ্ধ রাখবে তেমনি আশপাশের মানুষের কাছেও হয়ে উঠবে আপনার সুরুচির পরিচায়ক। দিনের বেলায় মৃদু ঘ্রাণের যেমন লেবু বা কোনো ফুলের ঘ্রাণের সুগন্ধি ব্যবহার করা যেতে পারে। রাতের জমকালো দাওয়াতে একটু কড়া কোনো সৌরভ বেছে নিতে পারেন, তবে খেয়াল রাখতে হবে তা যেন অন্যের অস্বস্তির কারণ না হয়।
সুগন্ধি ভীষণ পছন্দ অভিনেতা সজল নূরের। বর্তমানে তাঁর সংগ্রহে আছে সাড়ে তিন শরও বেশি সুগন্ধি। কথা হলো তাঁর সঙ্গে। জানালেন, সাধারণত কড়া ঘ্রাণের সুগন্ধিই তাঁর পছন্দ। সারা দিন শুটিংয়ে থাকলে কড়া সুগন্ধিই তাঁকে তরতাজা রাখে। ঘরোয়া কোনো আড্ডায় যাওয়ার আগে বেছে নেন হালকা সুবাসের কোনো সুগন্ধি। তা ছাড়া মনমেজাজের ওপরও অনেক কিছু নির্ভর করে। সব সময় যে সুগন্ধিগুলো ব্যবহার করেন, মন খারাপের দিন সেগুলো থেকে বেছে না নিয়ে এমন কোনো সুগন্ধি বেছে নেন, যা হয়তো সাধারণত ব্যবহারই করা হয় না, বললেন সজল।

কেনার আগে ভালমতো যাচাই বাছাই করে নিন
কেনার আগে ভালমতো যাচাই বাছাই করে নিন

সুগন্ধি ব্যবহারের আগে ও পরে
শুষ্ক ত্বকে সুগন্ধি জলদি বাষ্পীভূত হয়। এ জন্য সুগন্ধি ব্যবহারের আগে গন্ধহীন কোনো ময়েশ্চারাইজার লাগিয়ে নিতে পারলে ভালো। অনেক পারফিউম সেট আকারে বিক্রি হয়, যেখানে একই সৌরভের লোশন, শাওয়ার জেল অথবা আফটার শেভ লোশন থাকে। সুগন্ধি ব্যবহারের আগে একই ঘ্রাণের কোনো প্রসাধনী ব্যবহার করে নিলে এর সৌরভ দীর্ঘস্থায়ী হবে। মনে রাখতে হবে, সুগন্ধি ত্বকে স্প্রে করার পর তা ঘষাঘষি করা যাবে না।
সারা শরীরে নয়
অনেকে হয়তো দিনময় সুরভিত থাকার জন্য সারা শরীরেই সুগন্ধি মাখা জরুরি মনে করেন। কিন্তু এমন ধারণা একদম ভুল। ডেইলি মেইল পত্রিকা থেকে জানা যায়, যুক্তরাজ্যের সুগন্ধি বিশেষজ্ঞ রুথ ম্যাসেনব্রোয়েকের পরামর্শ হচ্ছে, শরীরের পালস পয়েন্টগুলোতে অর্থাৎ কানের পেছনে, কনুইয়ের ভেতরে, কোমরে, হাঁটুর বাঁকে, নাভিতে, পায়ের গোড়ালি ও কলার বোনে পরিমিত পরিমাণে আপনার পছন্দের সুগন্ধি স্প্রে করে নিলে অনেকক্ষণ ধরে এর সুবাস আপনি বয়ে বেড়াতে পারবেন নিজের সঙ্গে। একই কথা জানান তানভীর আলমও।

পোশাক পরিধানের আগে না পরে?
সাজগোজ একেবারে শেষ করে সাধারণত বের হওয়ার আগ মুহূর্তেই সুগন্ধি মেখে এসেছেন এত দিন? তাহলে জেনে নিন, এটি ব্যবহার করতে হবে পোশাক পরার আগেই। কারণ পালস পয়েন্টগুলো তো কাপড় দিয়ে ঢাকাই থাকবে, তখন এর ওপর দিয়ে সুগন্ধি ব্যবহার করলে যেমন এর সুবাসটিও ঠিকমতো বসবে না, তেমনি কাপড়ে বসে যেতে পারে স্থায়ী দাগ। আর পোশাকে যদি স্প্রে করতে চান, তাহলে তা অবশ্যই করতে হবে খুব সামান্য পরিমাণে এবং একটু দূর থেকে, বলেন তানভীর আলম।

সময় আর পরিবেশন বুঝে বেছে নিন পছন্দের সুগন্ধি।
সময় আর পরিবেশন বুঝে বেছে নিন পছন্দের সুগন্ধি।

সংরক্ষণের উপায়
শুকনো, ঠান্ডা, সরাসরি সূর্যের আলো ও তাপ থেকে এটিকে দূরে রাখতে হবে। ড্রেসিং টেবিলের ড্রয়ার হতে পারে এটি সংরক্ষণের সবচেয়ে ভালো স্থান। খাদ্যসামগ্রীর খুব কাছাকাছি এটি রাখা যাবে না। স্নানঘরের মতো স্যাঁতসেঁতে পরিবেশেও এটি রাখা ঠিক নয়। ব্যবহার শেষে ভালোমতো এর মুখ বন্ধ না করলে বাতাসে উড়ে যাবে।
কীভাবে বুঝবেন নষ্ট হয়ে গেছে
কিছু সুগন্ধির সুবাস ধীরে ধীরে ম্লান হয়ে যায়। যদি বোতলের সুগন্ধি ঘন হয়ে আসে, এর রং গাঢ় হয়ে যায় অথবা হলদেটে হয়ে পড়ে অথবা অন্য রকম গন্ধ ছড়াতে থাকে—বুঝতে হবে এটি নষ্ট হয়ে গেছে। বোতল খোলার পর দুই বছরের বেশি কোনো সুগন্ধি ব্যবহার করা ঠিক নয়।

সময় আর পরিবেশন বুঝে বেছে নিন পছন্দের সুগন্ধি।
সময় আর পরিবেশন বুঝে বেছে নিন পছন্দের সুগন্ধি।

সঠিক সুগন্ধি বেছে নিতে
আকর্ষণীয় বোতল কিংবা নামী ব্র্যান্ড দেখে নয় বরং এর সুবাস আপনাকে কতটা প্রশান্তি দিচ্ছে, সেটি দেখেই বেছে নিন আপনার সুগন্ধি। কেনার আগে হাতের কবজিতে সামান্য সুগন্ধি স্প্রে করে ১০-১৫ মিনিট অপেক্ষা করুন, তারপর ঘ্রাণ শুঁকে নিন, সঠিক সুরভি পাবেন। তানভীর আলম জানান, একধরনের গন্ধহীন কাগজ রয়েছে, যাকে ব্লটার পেপার বলে। এই কাগজে সুগন্ধি স্প্রে করেও ঘ্রাণ শুঁকে নিতে পারেন। সুগন্ধির দোকানে চাইলে এটি পাবেন। সুগন্ধি বাছাইয়ের সময় কোনটি ছেলেদের ও কোনটি মেয়েদের তা-ও বুঝে নেওয়া উচিত। ছেলে ও মেয়েদের সুগন্ধির সৌরভ এবং উপাদান দুটিতেই পার্থক্য থাকে।
একেক সুগন্ধির কাজও একেক রকম। যেমন ল্যাভেন্ডার মনে আনে প্রশান্তি, লেবুর সুরভি সজীবতা বৃদ্ধি করে, গোলাপ ও চন্দনের ঘ্রাণ ক্লান্তি দূর করে। জেসমিন ও পুদিনার (মিন্ট) সুবাস আনে ঠান্ডা আমেজ।
কথা হলো মডেল ও অভিনেত্রী তাসনুভা তিশার সঙ্গে। তিনি পছন্দ করেন মৃদু ঘ্রাণের সুগন্ধি। কেনার সময় নামী ব্র্যান্ড দেখে কেনেন, যেন ঘ্রাণ দীর্ঘক্ষণ থাকে। একসঙ্গে বেশ কয়েকটি সুগন্ধি কেনেন, যেন একেক দিন একেকটা সুগন্ধ বেছে নিতে পারেন। তাঁর মেজাজের ওপরে নির্ভর করে কখন কোন সুগন্ধি বেছে নেবেন। যেদিন মন ফুরফুরে থাকে, সেদিন ফুলেল সুগন্ধের কোনো পারফিউম বেছে নেন বলে জানালেন তিনি।