সুতি শার্ট সব সময়

নানা নকশার টি-শার্ট তো অনেক পরা হলো। তরুণেরা এবার একটু বৈচিত্র্যের খোঁজে ঝুঁকছেন শার্টের দিকে। তাঁদের যেমন পছন্দ আরাম আর ফ্যাশন—দুইয়ের মেলবন্ধনে নতুন নকশার শার্টও বেশ দেখা যাচ্ছে বাজারে।
ফ্যাশন হাউস ব্যাং-এর প্রধান নির্বাহী কর্মকর্তা সায়েম হাসান বললেন, উজ্জ্বল রঙের পাতলা সুতি কাপড়ে তৈরি খাটো হাতার শার্টগুলোরই চল বেশি এখন। কাপড় হালকা হওয়ায় বৃষ্টিতে ভিজলেও চটজলদি শুকিয়ে যায়। বাহারি এ খাটো হাতার শার্টগুলো গরমে গায়ে চাপিয়েও আরাম।

ক্যাজুয়াল, ফরমাল—দুই ধরনেরই হাফ হাতা শার্ট পাওয়া যাচ্ছে বাজারে। ফ্যাশন হাউসগুলো তাদের সংগ্রহে রাখছে নানা নকশার শার্ট। কলার, হাতা, বোতাম, প্লিট ও রঙেও এসেছে ভিন্নতা। ক্যাটস আইয়ের সহকারী ব্যবস্থাপক মো. আকতারুজ্জামান বললেন, সুতির খাটো হাতা শার্টই চলছে এখন। নতুন এসেছে কুর্তা কাটের শার্ট। স্ন্যাপ বাটনের শার্ট চলছে দেদার। এ ছাড়া স্ট্রেচ কাপড়ের শার্টের প্রতিও তরুণদের ঝোঁক বাড়ছে।
হাল ফ্যাশন
শার্টে এখন অনেক নতুনত্ব এসেছে । কলারেই আছে বিচিত্র সব ডিজাইন। ন্যারো কলার, ব্যান্ড কলার তো আছেই, গেঞ্জি কলারও যুক্ত হয়েছে শার্টে। সাদাসিধে কলারে সুই-সুতার কাজও চলছে বেশ। খাটো হাতায় যুক্ত হয়েছে ফোল্ডিং। কোনো কোনো হাতায় লুপ লাগিয়ে ভিন্নতা আনা হয়েছে।
বোতামেও ব্যাপক পরিবর্তন এসেছে। রঙিন বোতাম যেমন চলছে, তেমনি স্ন্যাপ বোতামেরও চল বাড়ছে। চলতি ভাষায় যাকে বলা যায় টিপ বোতাম। বোতাম প্লেটে নকশা করে কিংবা আলাদা রঙিন কাপড় জুড়ে দিয়ে শার্টে বৈচিত্র্য আনা হয়েছে।
রিচ ম্যানের সহকারী ব্যবস্থাপক রিয়াজ হোসেন জানালেন, উজ্জ্বল রঙিন কাপড়ের খাটো হাতা শার্টের চাহিদাই বেশি এখন। চেক ও একরঙা—দুই ধরনের শার্টই চলছে।
জেন্টাল পার্কে পাওয়া গেল অ্যাপ্লিকের নকশা করা খাটো হাতা শার্ট।

যখন যেমন
ভিন্নধর্মী কাটছাঁটের হাফ হাতা শার্টগুলো কিন্তু পরা যায় সব সময়। অফিস কিংবা পার্টি সব জায়গাতেই মানিয়ে যায় হাফ হাতার শার্টগুলো। পরতে পারবেন জিনসের সঙ্গে। আবার ফরমাল প্যান্টেও বেশ লাগে। শার্ট কিনতে আসা ব্যাংক কর্মকর্তা রিফাত বিন মান্নানও তেমনটাই বললেন, ‘হালকা ডিজাইনের শার্টগুলো অফিসেও যেমন পরতে পারছি, তেমনি বন্ধুদের আড্ডাতেও পরে যাই। আবার ঘরে যখন থাকি, থ্রি কোয়ার্টার প্যান্টের সঙ্গেও পরি।’

দরদাম
কমবেশি সব দামেই পাওয়া যাবে হাফ হাতার শার্ট। ইনফিনিটিতে পাবেন ৯৯০ থেকে ১৫৯০ টাকার মধ্যে। রিচ ম্যানে মিলবে ৯৫০ থেকে ১৯৯০ টাকার মধ্যে। জেন্টাল পার্কে শার্টগুলো পাওয়া যাবে ১৫০০ থেকে ২১০০ টাকায়। পরিচিত ব্র্যান্ডগুলোতে হাফ হাতার ডিজাইন করা শার্টের দাম, কমবেশি এমনই। তবে নিউমার্কেট, বদরুদ্দোজা মার্কেটে শার্ট মিলবে ৩০০ থেকে ৫০০ টাকার মধ্যে।

যেখানে পাবেন
ছেলেদের প্রায় সব ফ্যাশন হাউসেই পাওয়া যাবে বাহারি হাফ হাতা শার্ট। তবে ক্যাটস আই, ইনফিনিটি, রিচ ম্যান, জেন্টাল পার্ক, ওয়েস্টেকস, স্মার্টেক্স, প্লাস পয়েন্ট, ইয়েলো, আর্টিসানের সংগ্রহে বেশ বৈচিত্র্য আছে। ঢাকার নিউমার্কেট, চন্দ্রিমা মার্কেট, বদরুদ্দোজা মার্কেট, বঙ্গবাজারের সম্ভারও বেশ বিশাল। শুধু কিনতে হবে দেখেশুনে।