সেলফি তুলতে হলে জানতে হবে

১. সেলফিকে ‘সেল ফি’ বা ‘বিক্রয়মূল্য’ ভেবে ভুল করবেন না। কারণ, এটি ক্যামেরাজাত বিষয়, মার্কেটিংয়ের কোনো পরিভাষা নয়।
২. সেলফি তোলার জন্য যেনতেন মুঠোফোন কিনে প্রতারিত হবেন না। কেনার আগে মুঠোফোনে সেলফি তোলার সুবিধা আছে কি না পরীক্ষা করে নিন।
৩. চারপাশে সেলফির জোয়ার দেখে সন্তানের নাম সেলফি রাখতে যাবেন না। সেলফির জায়গায় নতুন চল এলে নামটিও ‘ব্যাকডেটেড’ হয়ে যাবে।
৪. সঙ্গে আয়না নেই, অথচ নিজের চেহারা দেখা বা চুল আঁচড়ানোর প্রয়োজন। সমস্যা কী, সেলফি আছে না! তবে এটিকে আয়না বানিয়ে শেভ করার চেষ্টা না করাই উত্তম।
৫. একসঙ্গে একাধিক মানুষের সেলফি তোলার সময়ও এটি একজনের হাতে রাখাই নিরাপদ। তবে বাকিরা খেয়াল করবেন তাঁরা বাদ পড়ছেন কি না।
৬. সেলফিকে ‘কুলফি’ (আইসক্রিম) বা ‘জুলফি’ (বাড়ন্ত চুল) গোত্রীয় কিছু ভাবার অবকাশ নেই। এটি তুলতে ক্যামেরা লাগবেই।
গান্না বাজার, ঝিনাইদহ