বর্গ আর বৃত্তের প্রজাপতি

বর্গ আর বৃত্ত দিয়ে সৃজনশীল কাজ করা যায় ভালোই। জ্যামিতির বর্গ ও বৃত্ত দিয়ে বানিয়ে ফেলা যায় প্রজাপতি। সঙ্গে অবশ্য কাগজও লাগবে।

ছবি: সুমন ইউসুফ

যা যা লাগবে—

রঙিন কাগজ, কাঁচি, আঠা, সুতা ও পেনসিল।

১. রঙিন কাগজ থেকে দুই ইঞ্চি বাহুর একটি বর্গ এবং এক ইঞ্চি ব্যাসার্ধের একটি বৃত্ত কেটে নিতে হবে।

২ বৃত্তটি বর্গের একটি কোনায় আঠা দিয়ে বসিয়ে দিতে হবে ছবির মতো।

৩. এবার বৃত্তটির নিচ থেকে ছোট ছোট ভাঁজ করে ওপর দিকে আসতে হবে, যেন বৃত্তটিও ভাঁজ হয়ে যায়। ভাঁজটি সোজা উল্টো করে করতে হবে ঠিক পাখার মতো।

৪. ভাঁজ হয়ে গেলে একদম মাঝবরাবর সুতা দিয়ে বেঁধে দিতে হবে।

৫. এরপর দুই পাশের ভাঁজ মেলে দিলেই হয়ে যাবে প্রজাপতি।