হীরক রাজার গুমের দেশে

গবেষক: হীরকের রাজা মহান অতি
পুষিয়ে দেবেন সবার ক্ষতি,
কার কত লস হয়েছে, হারিয়েছ যত জন
লিস্ট করো, লিস্ট করো, রাজা চাইলে কতক্ষণ!
(রাজার প্রবেশ)
রাজা: (কেশে) কী হে গবেষক, আপন মনে কী কও,
চারিদিকে চলছে গুম, একটুও ভীত নও?
গবেষক: রাজা যে কী বলেন, গুম কোথায়, সব বানোয়াট
মিডিয়ার কাজ, সব মিথ্যে, সবই চাঁদের হাট।
রাজা: এত সাহস! রাজার বিরুদ্ধে কারসাজি,
গবেষক: আর বলছি কি, সব পাজি, সব পাজি!
রাজা: ওরা শুধু রাজা দেখেছে, এখনো সাজা দেখেনি!
গবেষক: অচীরেই দেখবে, রাজা কি আর সাজা দিতে শেখেনি?
রাজা: গবেষক, কী গবেষণা করলে এবার খুলে বলো!
কতজন গুম হয়েছে, হিসাব দেখাবে চলো।
গবেষক: শীতলক্ষ্যা যত নষ্টের গোড়া, আর রেশনের বস্তা!
বস্তাটা অন্তত কিনে নে, বস্তা কত সস্তা!
রাজা: অর্বাচীন, সব কটা অর্বাচীন,
এদের নিয়ে দেশ চালানো সত্যিই ভীষণ কঠিন!
গুমের পরে খুন হয় কেন নিরপরাধ ড্রাইভার
বলো দেখি একি জ্বালা, কী দোষ ছিল তাঁর!
তো গবেষক, নারায়ণগঞ্জে কী এখন যাওয়া যায়?
গবেষক: যায়, তবে সবাই আপনার নাম ভেঙে খায়!
রাজা: নাম ভেঙে খায়! রাস্তাঘাটে বেচা যায়, এতই সস্তা আমি!
গবেষক: সস্তা নন, সবাই জানে, স্নেহ নিম্নগামী
সেই স্নেহটা পাক বা না পাক, বেচে আপনাকেই
অপহরণ-গুমের কারবার চলে আনন্দেই!