আজ বিদায় নিচ্ছে ঘটনাবহুল ২০২১। মহামারি বিদায় না নিলেও একটু শিথিল হয়েছিল বিধিনিষেধ। সেই সুযোগের সদ্ব্যবহার করেই একের পর এক একলা থেকে দোকলা হয়েছেন বলিউড তারকারা। দেখে নেওয়া যাক, এ বছর বিয়ে হওয়া বলিউড তারকাদের কয়েকটি ছবি।
১ / ১০
বছরের সবচেয়ে আলোচিত বিয়ে নিঃসন্দেহে ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের। বিয়ের সব আয়োজন হয়েছে অত্যন্ত গোপনে। এমনকি প্রেমটাও তাঁরা করেছেন ডুবেডুবে। বিয়ের সব আয়োজনে পরেছেন বাঙালি ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের নকশা করা পোশাক
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২ / ১০
কাজের ব্যস্ততায় ঘটা করে হানিমুন করার সময় পাননি। তবে বিয়ের পর টুপ করে সমুদ্রপাড়ে নিরিবিলি সময় কাটিয়েছেন এই দুজন। এই মেহেদির দাম লাখ টাকা
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৩ / ১০
অনেক দিন ধরেই এক ছাদের নিচে আছেন রাজকুমার রাও ও পত্রলেখা পাল। বিয়ের আনুষ্ঠানিকতা সারলেন এ বছর। তিনিও বিয়েতে পরেছিলেন সব্যসাচীর নকশা করা শাড়ি। তাঁর ওড়নাটা ছিল আলোচনায়। সেখানে লেখা ছিল, ‘আমার পরানভরা ভালোবাসা আমি তোমায় সমর্পণ করিলাম।’
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৪ / ১০
দারুণ আলোচনায় আসে ৪ জুন অনুষ্ঠিত বলিউড তারকা ইয়ামি গৌতম ও পরিচালক আদিত্য ধরের বিয়ে। অনেকেই বছরের সবচেয়ে সুন্দর বউয়ের ভোট দিয়েছেন ইয়ামিকে। বিয়ের সব আয়োজনে ইয়ামি পরেছিলেন ঐতিহ্যবাহী সব শাড়ি। বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাত্র ১৪ জন। ইয়ামি বলেছেন, ‘বিয়ে করলে এভাবেই করা উচিত। অযথা হইহুল্লোড়, লোকদেখানো কারবার আর জটিলতা ছাড়া।’
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৫ / ১০
ইয়ামিকেই বলা হচ্ছে বছরের সবচেয়ে সুন্দর বউ। তাঁর বিয়ের পর এভাবে অল্প আয়োজনে কেবল অত্যন্ত ঘনিষ্টজনদের নিয়ে বিয়ের আয়োজন সারাটা রীতিমতো ট্রেন্ডে চলে আসে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৬ / ১০
লাল বেনারসিতে ১৪ ফেব্রুয়ারি বউ সেজেছিলেন দিয়া মির্জা। তাঁর জীবনসঙ্গী বৈভব রেখি পেশায় ব্যবসায়ী। খুব অল্প আয়োজনে কেবল পরিবার আর কাছের কিছু বন্ধুদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন তাঁরা। বিয়েতে দিয়ার সাবেক স্বামী আর বৈভবের সাবেক স্ত্রী উভয়েই জানিয়েছেন শুভকামনা
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৭ / ১০
বিয়ের সময় গর্ভবতী ছিলেন দিয়া, আর বৈভব রেখির আগের পক্ষের মেয়ে সামাইরাকেও তিনি নিজের সন্তান হিসেবেই গ্রহণ করেছেন। এর কয়েক মাস এই তিনের সংসারে যোগ দিয়েছে পুত্রসন্তান আভান
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৮ / ১০
বছরের শুরুতেই ২৪ জানুয়ারি বিয়ে করেন বরুণ ধাওয়ান ও নাতাশা দালাল। বিয়েতে দুজনই পরেছিলেন মনীশ মালহোত্রার নকশা করা পোশাক। পেশায় ফ্যাশন ডিজাইনার কনে নাতাশা দালাল বরুণের দীর্ঘদিনের বন্ধু
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৯ / ১০
অনিল কাপুরের ছোট মেয়ে, সোনম কাপুরের বোন, ডিজাইনার রিয়া কাপুর বিয়ে করেন ১৪ আগস্ট। কেবল কাছের কিছু মানুষই উপস্থিত ছিলেন সেই বিয়েতে। বর দীর্ঘদিনের বন্ধু ও বিজ্ঞাপন প্রযোজক করণ বুলানি। বিয়েতে রিয়া পরেছিলেন বান্ধবী অনিতা ডংরের ডিজাইন করা একটা সাদা শাড়ি। অবশ্য পায়ের জুতা ছিল নিজের ডিজাইন করা। কেবল পরিবারের সদস্যরাই উপস্থিত ছিলেন সেই বিয়েতে। সোনম কাপুরের ফ্যাশন আইকন হবার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে ডিজাইনার ছোটবোন রিয়ার
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১০ / ১০
তিন বছর প্রেমের পর বিয়ে সারলেন অঙ্কিতা লোখান্ডে ও ভিকি জৈন, বিয়ের পর পা ভেঙেছেন এই অভিনেত্রী, ভাঙা পা নিয়েও দিব্যি নাচছেন, এমন ভিডিও ঘুরে বেড়াচ্ছে ইনস্টাগ্রামে
ছবি: ইনস্টাগ্রাম থেকে