'আত্মজীবনী আর ইতিহাসের বই ভালো লাগে'

মোস্তফা সরয়ার ফারুকী
মোস্তফা সরয়ার ফারুকী

প্রথম পড়া বই আদর্শলিপি। বইটা আমার হাতে তুলে দিয়েছিলেন আমার মা। ছোটবেলায় পাঠ্যবইয়ের বাইরে অনেক বই-ই পড়া হয়েছে। লুকিয়ে-চুরিয়ে মাসুদ রানার বই খুব পড়েছি। যখন পড়ার প্রতি আগ্রহটা তৈরি হলো, তখন আমি সপ্তম শ্রেণীতে পড়ি। পড়তে শুরু করলাম হুমায়ূন আহমেদের বই।
স্কুল পাস করার পর বাংলা ভাষার নানা সাহিত্যিকের বই পড়তে শুরু করলাম। চিনতে শুরু করলাম বাংলা সাহিত্য। তখন গল্প-উপন্যাস খুব টানত আমায়। কলেজে ওঠার পর মীজানুর রহমানের ত্রৈমাসিক পত্রিকাটি কবে বের হবে, সে জন্য অস্থির হয়ে অপেক্ষা করতাম।
অসংখ্য বই পড়েছি। এর মধ্যে প্রিয় বইয়ের তালিকাটিও দীর্ঘ। তবু কেউ যদি আমার প্রিয় ১০টি বইয়ের নাম বলতে বলে, আমি সেগুলোর মধ্যে অবশ্যই আহমেদ ছফার যদ্যপি আমার গুরু বইটির নাম বলব। রাহুল সাংকৃত্যায়ন—আমার প্রিয় লেখকদের মধ্যে অন্যতম। তাঁর ভবঘুরে শাস্ত্র ও ভোলগা থেকে গঙ্গা বেশ ভালো লাগে। আখতারুজ্জামান ইলিয়াসের ছোটগল্প এত ভালো লাগে, এখনো তাতে বুঁদ হয়ে আছি। অন্যদিকে শহীদুল জহিরের যেকোনো গল্প ভালো লাগে।

‘ভালো লাগে আখতারুজ্জামান ইলিয়াস ও শহীদুল জহিরের গল্প’
‘ভালো লাগে আখতারুজ্জামান ইলিয়াস ও শহীদুল জহিরের গল্প’


নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়ে কবিতা পড়তে খুব ভালোবাসতাম। কবিদের মধ্যে বিনয় মজুমদার, জীবনানন্দ দাশ, নির্মলেন্দু গুণ, আল মাহমুদ, সাজ্জাদ শরিফ, মাসুদ খান, টোকন ঠাকুর, মারজুক রাসেল, ব্রাত্য রাইসু, কামরুজ্জামান কামু, রিফাত চৌধুরী ও সুব্রত অগাস্টিন গোমেজ—এঁদের কবিতা আমার খুব প্রিয়। এই সুযোগে বলে রাখি, সাজ্জাদ শরিফ ইদানীং কবিতা কম লেখেন। তাঁর কবিতা খুব মিস করি। প্রিয় বলতেই আরেকজনের কথা না বললেই নয়, তিনি আনিসুল হক। আমি আনিসুল হকের চিন্তা ও কর্মের দীর্ঘদিনের সহযোদ্ধা। তাঁর কবিতা ভীষণ পছন্দ আমার। তাঁর রচিত ফাঁদ ও মা উপন্যাস দুটি অসাধারণ লেগেছে আমার।
এখন টানে আত্মজীবনী, বিভিন্ন ধরনের প্রবন্ধ আর ইতিহাসের বই। এগুলোই বেশি পড়া হয়। কিছুদিন আগে পড়েছিলাম জুলিয়ান অ্যাসাঞ্জের অ্যান আন-অথরাইজড অটোবায়োগ্রাফি। আরেকটি বই ভালো লেগেছে লুয়ান ভ্রিজেনডাইনের দ্য ফিমেল ব্রেন। নারীদের মনোবিজ্ঞান নিয়ে অসাধারণ বই এটি। এই মুহূর্তে বুঁদ হয়ে আছি ইভা ব্রাউন: লাইফ উইথ হিটলার বইটিতে। এটি লিখেছেন হাইকে বি গোর্তেমাকের। হিটলার একজন অত্যন্ত ডাকসাইটে ও প্রভাবশালী মানুষ ছিলেন। এমন একজন মানুষের সঙ্গে ইভা ব্রাউনের মতো একটা অখ্যাত আর সাধারণ মেয়ে কেমন করে জীবনের শেষ দিন পর্যন্ত কাটিয়েছেন, সেগুলো পড়ছি। বুঝতে চেষ্টা করছি তাঁদের সম্পর্কের স্তরটা কোন পর্যায়ে ছিল! একই সঙ্গে পড়ছি আকিরা কুরোসাওয়ার জীবনীগ্রন্থটি। এটিও বেশ ভালো লাগছে।
অনুলিখন: সুচিত্রা সরকার