'ঈদে একটা টি-শার্ট লাগে'

ছেলেদের ঈদের কেনাকাটায় পাঞ্জাবির পর প্রাধান্য পাচ্ছে টি-শার্ট। আজিজ সুপার মার্কেট থেকে তোলা ছবি l প্রথম আলো
ছেলেদের ঈদের কেনাকাটায় পাঞ্জাবির পর প্রাধান্য পাচ্ছে টি-শার্ট। আজিজ সুপার মার্কেট থেকে তোলা ছবি l প্রথম আলো

‘গরমে ভারী পাঞ্জাবি পরে তো আর সারা দিন থাকা চলে না। ঈদে একটা টি-শার্ট লাগে। দুপুরের পর হালকা টি-শার্টে আরাম হবে।’ বললেন আজিজ কো-অপারেটিভ সুপার মার্কেটে কেনাকাটা করতে আসা ব্যবসায়ী সোহেল রানা। তরুণদের ঈদ কেনাকাটায় তাই পাঞ্জাবির সঙ্গে টি-শার্টও জায়গা করে নিচ্ছে।

শাহবাগের আজিজ সুপার মার্কেট গড়ে উঠেছে মূলত টি-শার্টের দোকানকে কেন্দ্র করে। গতকাল গিয়ে দেখা গেল, টি-শার্টের দোকানগুলোতে ভিড় জমিয়েছেন তরুণেরা। ‘ইজি ফ্যাশন’-এর অপূর্ব বিশ্বাস বললেন, শেষ সপ্তাহের ঈদ কেনাকাটায় বেচাকেনা ভালোই জমেছে।

মার্কেট ঘুরে দেখা যায়, গোল গলার টি-শার্ট আর কলারসহ পোলো শার্ট দুটোই দোকানগুলোর ঈদ সংগ্রহে জায়গা পেয়েছে। টি-শার্টের নকশা আর কাটেও নতুনত্ব চোখে পড়ে।

পোশাকের দোকান ‘ঢাক ঢোল’ ঈদ উপলক্ষে ব্যান্ড কলার ও সামনে বোতাম বসানো টি–শার্ট এনেছে। গোল গলায় সামনের দিকে ইঞ্চি দেড়েক কাটা, এমন আরেকটি নকশাও পাওয়া যাচ্ছে। দাম সাড়ে তিন শ থেকে চার শ টাকা। দোকানটির ব্যবস্থাপক আবদুল্লাহ বললেন, সুতির এই টি-শার্টগুলো ভালো চলছে।

ছেলেদের পোশাকের দোকান ‘ইমোশন’-এর বিক্রয়কর্মী অমিত বাবু বললেন, এবার টি-শার্টে কাটিংয়ে বেশ বৈচিত্র্য এসেছে। এই দোকানের টি-শার্টগুলোতে দুটি বিপরীত রঙের কাপড় জোড়া দিয়ে নকশা করা হয়েছে। কোনোটাতে আবার শুধু কাঁধের অংশের রং আলাদা। পোলো শার্টে যোগ হয়েছে ছোট পকেট। ছোটদের জন্যও টি-শার্ট আছে তাঁদের সংগ্রহে।

সব্যসাচী হাজরা, ধ্রুব এষ, মোস্তাফিজ কারিগর আর মিনহাজুল আমিনের নকশায় ১৮টি নতুন ডিজাইনের টি-শার্ট
পাওয়া যাচ্ছে নিত্য উপহারে। বিক্রয় ব্যবস্থাপক রানা বড়ুয়া বললেন, ঈদের সবগুলো টি–শার্টই সুতি কাপড়ে তৈরি করা হয়েছে। এ ছাড়া জার্সি কাপড়ে বাংলাদেশের ভ্রমণচিত্রের ওপর করা নতুন টি-শার্টও এনেছেন তাঁরা।

আজিজ মার্কেটে কথা হয় শিক্ষার্থী জাফর সাদিকের সঙ্গে। বললেন, ‘ঈদের পরদিন ঢাকার বাইরে বেড়াতে যাচ্ছি। তাই পাঞ্জাবি না কিনে সব টি–শার্ট কেনা হয়েছে। এমনিতেও টি-শার্ট তো সারা বছরই লাগে।’