‘কেউ যেন আমাদের সহিংসতার ফল ভেবে ভুল না করে’

‘কেউ যেন আমাদের সহিংসতার ফল ভেবে ভুল না করে।’

এই শিরোনামে রাজধানীর পান্থপথের দৃক গ্যালারিতে ১৯ আগস্ট শুরু হয়েছে আলোকচিত্র প্রদর্শনী। সমাজে পুরুষতন্ত্রের নানা ভয়াবহ দিক নিয়ে প্রশ্ন ছুড়ে দেওয়া একগুচ্ছ আলোকচিত্র নিয়ে এ প্রদর্শনী।

সমাজে পুরুষতন্ত্রের নানা ভয়াবহ দিক নিয়ে প্রশ্ন ছুড়ে দেওয়া একগুচ্ছ আলোকচিত্র নিয়ে এ প্রদর্শনী
ছবি: সংগৃহীত

সমাজে তৈরি হওয়া লিঙ্গভিত্তিক সহিংসতা ও পুরুষতান্ত্রিক আগ্রাসনের স্বরূপকে শৈল্পিকভাবে তুলে ধরতেই এই প্রদর্শনী। সমাজে পুরুষতন্ত্র যে ধরনের বৈষম্য ঘটাচ্ছে, সেটিও স্পষ্ট হয় এ প্রদর্শনীতে। এখানে লিঙ্গভিত্তিক সমতার কথা চোখে আঙুল দিয়ে দেখানো হয়েছে। পারিবারিক, সামাজিক সব ক্ষেত্রে লিঙ্গভিত্তিক সমতার ও সমষ্টিগত সমন্বয়ের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে।

৩০ আগস্ট পর্যন্ত চলবে এই প্রদর্শনী
ছবি: সংগৃহীত

এ প্রদর্শনীর সঙ্গে আরও যুক্ত করা হয়েছে অনলাইন ও অফলাইন প্যানেল আলোচনা, শিশুদের কর্মশালা, চলচ্চিত্র প্রদর্শনী। এসব আয়োজনই লিঙ্গভিত্তিক সমতাকে উদ্দেশ্য করে।

‘পুরুষ, পুং, পুংলিঙ্গ’ শীর্ষক আঞ্চলিক প্রকল্পের অংশ হিসেবে যৌথভাবে আলোকচিত্র প্রদর্শনীটির আয়োজন করছে গ্যেটে ইনস্টিটিউট বাংলাদেশ ও দৃক পিকচার লাইব্রেরি। প্রদর্শনীটি ৩০ আগস্ট পর্যন্ত প্রতিদিন বিকেল ৩টা থেকে ৪টা—এই ১ ঘণ্টার জন্য উন্মুক্ত থাকবে।

প্রদর্শনীটি উদ্বোধন করেন চিত্রশিল্পী ও ভাস্কর দিলারা বেগম জলি
ছবি: সংগৃহীত

শুক্রবার বিকেলে প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসবে উপস্থিত ছিলেন চিত্রশিল্পী ও ভাস্কর দিলারা বেগম জলি। আরও ছিলেন গ্যেটে ইনস্টিটিউটের পরিচালক ডক্টর কিরস্টেন হাকেনব্রোক, আলোকচিত্রী শহিদুল আলম, শিল্পী জয়দেব রোয়াজা, আশফিকা রহমান প্রমুখ।