আধুনিক অন্দরের যত অনুষঙ্গ

ঘরের কাজও সহজ করে দিয়েছে নানা রকম যন্ত্র। মডেল: ইমরান
ছবি: অধুনা

হাতে হাতে এখন স্মার্ট গ্যাজেট। ঘরে ঘরে স্মার্ট অনুষঙ্গ। অ্যাসথেটিক ইন্টেরিয়রসের প্রধান নির্বাহী কর্মকর্তা ও পরামর্শক সাবিহা কুমু বলেন, রান্নাবান্না, পরিষ্কার-পরিচ্ছন্নতা, ঘরোয়া বিনোদন—সব ক্ষেত্রেই এখন স্মার্ট গ্যাজেটের রাজত্ব। সময় বাঁচানো আর কাজকে সহজ করাই এসব অনুষঙ্গ জনপ্রিয় হয়ে ওঠার প্রধান কারণ। সময়ের সঙ্গে এসব অনুষঙ্গে যোগ হয় আধুনিকতা।

ঘরোয়া কাজে

ব্লেন্ডার, গ্রাইন্ডার, মিক্সার, মিট টেন্ডারাইজার, ইলেকট্রিক মিট অ্যান্ড বোন স মেশিন ব্যবহারে রান্নার প্রস্তুতিতে সময় লাগে কম।

দ্রুত রান্না, সহজে খাবার গরম করার পাশাপাশি মাইক্রোওয়েভ ওভেনে থাকে ডিফ্রস্ট করার সুবিধা। অর্থাৎ, ডিপফ্রিজ থেকে জমাট খাবার বের করে নিয়ে এর সাহায্যে তা ছুটিয়ে নেওয়া যায়।

ঝাল কিংবা মিষ্টি যেকোনো পদই রান্না করা যাবে ওভেনে

অবশ্য এর চাইতেও বেশি জনপ্রিয় এখন বৈদ্যুতিক ওভেন। অনেকেরই বেকিংয়ে আগ্রহ জন্মেছে। ঘরেই কেক, পেস্ট্রি, কুকিজ তৈরিতে বৈদ্যুতিক ওভেন দারুণ কর্যকর। গ্যাস ওভেনে রান্না হয় সহজ।

রান্নাঘরে বৈদ্যুতিক চিমনি ব্যবহার করলে চিটচিটে ভাব এড়ানো সম্ভব। ঘর থাকবে ঝকঝকে।

টোস্টার, কফি মেকারের সাহায্য নিয়ে সকাল-বিকেলের নাশতা তৈরিও হতে পারে সহজ।

রান্নাঘরে চিমনি থাকলে তেল চিটচিটে ভাব এড়ানো যাবে। স্থান কৃতজ্ঞতা: নাসরিন হক
ছবি: সুমন ইউসুফ

রাইস কুকার, কারি কুকার ব্যবহার করে গ্যাস ছাড়াও রান্না করার সুবিধা আছে।

আধুনিক ফ্রিজে বরফ জমানোর জন্য কষ্ট করে বরফের খোপে পানি ঢালার প্রয়োজন নেই। ফ্রিজ এখন এতটাই স্মার্ট যে ভেতরে পানি দিয়ে কিছুক্ষণ অপেক্ষার পর বাইরে দিয়ে বরফ বের করে নেওয়া যাবে।

কাপড় ধোয়ার যন্ত্র হিসেবে ওয়াশিং মেশিন কেবল কাপড় ধুতেই সাহায্য করে না, কোনো কোনোটিতে কাপড় শুকানোর ব্যবস্থাও থাকে।

ভ্যাকুয়াম ক্লিনারের মতো যন্ত্র দিয়ে ঘরবাড়ি পরিষ্কার রাখা যায় সহজেই।

এসির শীতল বাসাতে ঘর থাকবে ঠান্ডা
ছবি: অধুনা

শোবার ঘরের আরাম

রাতে বই পড়তে পড়তে ঘুম চলে এলে উঠে গিয়ে এখন আর বাতি নেভাতে হবে না। আবার শেষ রাতে ফ্যানের গতি কমানোর কিংবা ফ্যান একেবারে বন্ধ করে দেওয়ার জন্যও আর বিছানা ছাড়তে হবে না। বাতি, ফ্যান থেকে শুরু করে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র—সবকিছুর জন্যই আছে রিমোট কন্ট্রোলার।