এ প্লাস না পেলেও ভর্তি পরীক্ষায় প্রথম ইশিকা

২২টি সরকারি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষায় গ ইউনিটে প্রথম হয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ইশিকা জান্নাত। তাঁর সাক্ষাৎকার নিয়েছেন আশিকুজ্জামান

সরকারি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষায় গ ইউনিটে প্রথম হয়েছেন ইশিকা জান্নাত
ছবি: সংগৃহীত

শুনেছি, আপনি কোনো বোর্ড পরীক্ষাতেই জিপিএ-৫ পাননি। তখন কি হতাশা কাজ করেছিল?

পিএসসি-জেএসসিতে জিপিএ-৫ না পেয়ে তেমন মন খারাপ হয়নি। কারণ, তখন আমি খুব একটা পড়াশোনা করিনি। তবে এসএসসি পরীক্ষার আগে খুব পড়েছিলাম, তাই জিপিএ-৫ না পেয়ে একটু মন খারাপ হয়েছিল। ভিক্টোরিয়া কলেজে ভর্তি হওয়ার পর নিয়মিত অ্যাসেসমেন্ট জমা দিলাম, মন দিয়ে পড়লাম। কিন্তু আমাদের এইচএসসি পরীক্ষার ফলাফলে জেএসসি ও এসএসসির বাংলা-ইংরেজি বিষয়ের ফলও মূল্যায়ন করা হলো। তাই এইচএসসিতেও অল্পের জন্য জিপিএ–৫ মিস হয়ে যায়। তখন অনেক বেশি মন খারাপ ছিল। কারণ, ভিক্টোরিয়া কলেজের বিজ্ঞান বিভাগের ৪৫০ জনের মধ্যে সবাই জিপিএ–৫ পেয়েছে। ব্যবসায় শিক্ষাতেও ১০-১৫ জন ছাড়া বাকি ৪১৫ জনেরই জিপিএ-৫ ছিল। পরে এসব নিয়ে মাথা না ঘামিয়ে পড়ায় মন দিয়েছি। কারণ, ভাইয়েরা বলেছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেলে এসব রেজাল্ট কেউ মনে রাখবে না। কিন্তু ঢাবিতেও যখন হলো না, তখন পড়াশোনা প্রায় ছেড়ে দিয়েছিলাম। দুই মাস পর জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিয়ে সেখানে কীভাবে যেন চান্স পেয়ে গেলাম। তখন আবার আত্মবিশ্বাস ফিরে এল। তারপর টানা ১০ দিন পড়ালেখা করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আর গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছি—দুটিতেই টিকে গেছি।

করোনার সময় কীভাবে পড়াশোনা চালিয়ে গেছেন?

কলেজে যখন ভর্তি হই, তখনই করোনার প্রকোপ শুরু হয়। কুমিল্লায় সব কটি কোচিং সেন্টার বন্ধ হয়ে যায়। পরে আস্তে আস্তে অফলাইনে কোচিং শুরু হয়। কোচিংয়ের ভাইয়েরা যা পড়াত, সব নোট নিতাম। দিনের পড়া দিনে শেষ করতাম। আমার মনে হয়, পড়ালেখার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো সময় ব্যবস্থাপনা। সময়ের পড়া সময়ে শেষ করে ফেলতে পারলে পরে আর চাপ পড়ে না। চাইলে মুঠোফোনে ভিডিও দেখেও অনেক কিছু শিখে ফেলা যায়।

আপনি কি প্রতিদিন সময় ধরে পড়েন?

তা নয়। ঘণ্টার হিসাব করে কখনো পড়ালেখা করিনি। দিনের পড়া শেষ হতে যতক্ষণ লাগে, ততক্ষণই পড়েছি। সেটা ৬ ঘণ্টা হতে পারে, আবার ১২ ঘণ্টাও হতে পারে।

কলেজ আপনাকে কতটা সাহায্য করেছে?

কলেজের প্রথম দিন থেকেই প্রতিটি ক্লাসে শিক্ষকেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলে বলে স্বপ্নটা মনে জাগিয়েছেন। ভিক্টোরিয়া কলেজে ভর্তি হওয়ার পরই বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্নটা তীব্র হয়েছে।

কোন বিশ্ববিদ্যালয়ে, কোনো বিষয়ে পড়বেন ভাবছেন?

আমার ইচ্ছা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিবিএ পড়ব। তবে আমার পরিবারের সবাই চায় আমি জগন্নাথে আইন নিয়ে পড়ি। এখনো সিদ্ধান্ত নিইনি।