১ / ৮
সময়ের সঙ্গে বদলে যাচ্ছে ট্যুরিজমের ধারণা। এখন কেবল একটা বই পড়ার জন্যও আপনি ছুটে চলে যেতে পারেন পৃথিবীর আরেক প্রান্তে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২ / ৮
আপনি কি বই পড়তে ভালোবাসেন? তাহলে সত্যি করে বলুন তো, লোকালয় থেকে দূরে জঙ্গলে এমন একটি ঘরে নিরিবিলি রোমাঞ্চকর একটা উপন্যাস পড়তে কি সাধ জাগে না?
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৩ / ৮
আপনি যদি লেখক হন, আর যদি রাইটার্স ব্লকে আক্রান্ত থাকেন, তাহলে ব্লক ছাড়িয়ে গভীর ভাবনায় ডুবে লেখালেখির জন্য এরকম একটি বাড়ির কোনো তুলনা হয় না
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৪ / ৮
সমুদ্রপাড়ে হাতে একটা বই নিয়ে শয্যা পাততেই পারেন
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৫ / ৮
এরকম গোল জানালা দিয়ে বাইরের দুনিয়াটা দেখতে কিন্তু বেশ লাগবে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৬ / ৮
এরকম জায়গায় সূর্যোদয় আর সূর্যাস্তের সাক্ষী হতে কে না চাইবে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৭ / ৮
ছোট্ট পুলটায় শরীর এলিয়ে দিয়েও চোখ বুলাতে পারেন প্রিয় পঙ্‌ক্তিমালায়
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৮ / ৮
দুয়ার খুললেই অন্দর আর বাহির মিলিত হয় রোদেলা আলিঙ্গনে
ছবি: ইনস্টাগ্রাম থেকে