কমেডি পেট ফটোগ্রাফি অ্যাওয়ার্ডসের মজার ১০ ছবি

পোষা প্রাণীর স্বাভাবিক ক্রীড়াকর্মই ক্যামেরায় ধরা পড়েছে। তবে ছবিগুলো দেখলে হাসি আটকে রাখা দায়! এসব আলোকচিত্র নিয়েই বৈশ্বিক প্রতিযোগিতা ‘দ্য কমেডি পেট ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস’। এবার চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছে বিশ্বের ৩০টি আলোকচিত্র। এখন দর্শক ভোটে বেছে নেওয়া হবে ‘পিপল’স চয়েস’ শাখার সেরা ছবিটি। এখানে দেখুন ১০টি ছবি।যা ভাবছেন তা নয়! ছবি: ডেভিড কার্টজম্যান

১ / ১০
ভাবখানা এমন—রিয়েলি!
ছবি: আনা পেত্রো
২ / ১০
মুখে তার গোলাপ!
ছবি: জোনাথন ক্যাসি
৩ / ১০
ঘোড়ার অট্টহাসি!
ছবি: শার্লট কিচেন
৪ / ১০
টারজান নাকি!
ছবি: কাজুতোশি ওনো
৫ / ১০
যা ভাবছেন তা নয়!
ছবি: ডেভিড কার্টজম্যান
৬ / ১০
বাই, বাই!
ছবি: অ্যালিনা ভোগেল
৭ / ১০
কঠোর পরিশ্রমী!
ছবি: আতসুয়ুকি ওহশিমা
৮ / ১০
ফাঁদে পা নয়, মাথা দিয়েছে!
ছবি: কেনিচি মরিনাগা
৯ / ১০
উম, এই যে শুনুন!
ছবি: চান্টাল স্যামনস
১০ / ১০
কুংফু কুকুর!
ছবি: সিলভিয়া মিশেল