শাড়ি পরে স্কেটিং করছেন, কে এই তরুণী

স্কেটবোর্ড পায়ে কারিকুরি দেখানোর ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছেছবি: ভিডিও থেকে নেওয়া

পরনে লাল পাড়ের কালো শাড়ি, হাতে চুড়ি আর গলায় মালা—এসব পরেই স্কেটবোর্ডে স্বাচ্ছন্দ্যে রাস্তার এ–মাথা থেকে ও–মাথা চষে বেড়াচ্ছেন এক তরুণী। মাঝেমধ্যে স্কেটবোর্ড পায়ে নিয়েই সিঁড়ি থেকে লাফিয়ে কারিকুরি দেখাচ্ছেন। ইনস্টাগ্রাম তাদের নিজস্ব অ্যাকাউন্টে ভিডিওটি শেয়ার করেছে। এতে বহু মানুষ শুভেচ্ছা জানাচ্ছেন এই তরুণীকে।

শাড়ি পরে স্কেটিং করা তরুণীর নাম ঊর্মিলা জিতেন্দ্র পাবালে। ২১ বছর বয়সী ঊর্মিলার জন্ম ও বেড়ে ওঠা ভারতের নাবি মুম্বাই বা নিউ মুম্বাই শহরে। স্কেটবোর্ডে স্বতঃস্ফূর্ত ঊর্মিলাকে দেখে মনে হতে পারে হয়তো একেবারে ছোটবেলা থেকেই তিনি স্কেটিং করছেন। কিন্তু না, ঊর্মিলার স্কেটিং শেখার যাত্রা শুরু হয়েছিল মাত্র আট বছর আগে। এরই মধ্যে বেশ কিছু পুরস্কার জমা হয়েছে তাঁর ঝুলিতে। ইনস্টাগ্রামের শেয়ার করা ভিডিওতে ঊর্মিলাকে উদ্ধৃত করা হয়েছে এভাবে, ‘আমি যখন স্কেটবোর্ডের ওপরে থাকি, তখন নিজেকে স্বনির্ভর, অনন্য ও অদম্য মনে হয়।’

ঊর্মিলা জিতেন্দ্র পাবালে
ছবি: সংগৃহীত

মুম্বাইয়ের গুরু নানক খালসা কলেজ অব আর্টস, সায়েন্স অ্যান্ড কমার্স থেকে মিডিয়া স্টাডিজে স্নাতক সম্পন্ন করেছেন ঊর্মিলা। বর্তমানে ভারতের নারী স্কেটবোর্ডারদের নিয়ে গঠিত একটি কমিউনিটির সদস্য তিনি। স্বপ্ন দেখেন একদিন অলিম্পিকে অংশ নেওয়ার।

ঊর্মিলার ভিডিওটি দেখতে দেখতেই মনে পড়ল আমাদের মিনান আরার কথা। ২০০৭ সালে আইসিসি বিশ্বকাপের একটি ম্যাচে ভারতের বিপক্ষে ৫ উইকেটে জিতেছিল বাংলাদেশ। টাইগারদের সেই জয়ে আনন্দের বন্যা বয়ে গিয়েছিল সারা দেশেই। জয় উদ্‌যাপন করতে সবুজ শাড়ি পরা মিনান আরা হাতে পতাকা নিয়ে স্কেটিং করেছিলেন ঢাকার রাস্তায়। অনেকে নারীকে তিনি স্কেটিং শিখিয়ে যাচ্ছেন।

আরও পড়ুন