দিনভর নানান আয়োজনে মুখর ‘গ্লেনফেস্ট ২০২৪’

রাজধানীর সাঁতারকুলে গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল প্রাঙ্গণে আজ ১৭ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত হয়ে গেল ‘গ্লেনফেস্ট ২০২৪’। শিশু–কিশোরদের জন্য আয়োজিত এ উৎসবে এসেছিলেন অভিভাবকেরাও। ছবিতে দেখে নেওয়া যাক উৎসবের একঝলক—

১ / ৬
গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল আয়োজিত এ উৎসবে শিক্ষার্থী ও দর্শনার্থী এসেছিল ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে।
ছবি: গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুলের সৌজন্যে
২ / ৬
উৎসবে ছিল ফেরিস হুইল, জঙ্গল জাম্পার, বাস্কেটবল শুটার এবং ডল ক্যাচারের মতো কিছু রাইড।
ছবি: গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুলের সৌজন্যে
৩ / ৬
নাচ–গানের প্রতিযোগিতায় প্রতিযোগীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
ছবি: গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুলের সৌজন্যে
৪ / ৬
উৎসবে পুতুলনাচ, শাওন গানওয়ালার লাইভ পারফরম্যান্স, আর্কেড গেমস এবং বিনোদনমূলক মাসকট নাচও মাতিয়েছে দর্শককে।
ছবি: গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুলের সৌজন্যে
৫ / ৬
গ্লেনফেস্টে চারু ও কারুশিল্প, বই, কনফেকশনারি, জামাকাপড় ও মজাদার খাবারের স্টলে ভিড় ছিল পুরোটা সময়।
ছবি: গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুলের সৌজন্যে
৬ / ৬
ভবিষ্যতেও এ ধরনের আয়োজনের মাধ্যমে শিশু–কিশোরদের সৃজনশীলতার বিকাশে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছে গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল।
ছবি: গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুলের সৌজন্যে