স্ত্রীর নকশা করা পোশাক পরে বিয়ের মঞ্চে অভিনেতা শাশ্বত দত্ত
ক্লোজআপ কাছে আসার গল্প ‘সময় সব জানে’–তে অভিনয় বদলে দিয়েছে তাঁর জীবনের গল্প। চরকির ওয়েব সিনেমা ‘পুনর্মিলনে’–তে তিনি নজর কেড়েছেন দর্শকের। এ সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেতা শাশ্বত দত্ত। বিয়ে করলেন ৭ ডিসেম্বর। কনে সুপ্রিয়া ঘোষ। বিয়ের আনুষ্ঠানিকতা তাঁরা সেরেছেন বরিশালের একটি কমিউনিটি সেন্টারে। দেখুন তাঁদের বিয়ের ছবি...