এই পাঁচটি ছবিতে উঠে এসেছে দেশের পরিবেশ বিপর্যয়ের নানা দিক

‘এনভায়রনমেন্টাল ফটোগ্রাফি অব দ্য ইয়ার’ পেশাদার ও শখের আলোকচিত্রীদের বৈশ্বিক প্রতিযোগিতা। এবার পরিবেশবিষয়ক এই আলোকচিত্র প্রতিযোগিতার ছয়টি শাখার মধ্যে তিনটিতে পুরস্কার জিতেছেন বাংলাদেশি তিন আলোকচিত্রী। এ ছাড়া সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছে আরও কয়েকজনের ছবি। যেসব ছবিতে উঠে এসেছে দেশের পরিবেশ বিপর্যয়ের নানা দিক। এখানে দেখুন পাঁচটি ছবি

১ / ৫
কুষ্টিয়ার বন্যাদুর্গত এলাকায় গরুর খাবারের খোঁজে বেরিয়েছে একপাল গরু ও তাদের মনিব। ছবিটির জন্য ‘তরুণ পরিবেশবিষয়ক বর্ষসেরা আলোকচিত্রী’ হয়েছেন সোলায়মান হোসাইন
২ / ৫
সেতুর দুপাশে ময়লা-আবর্জনার স্তূপ। ড্রোনে তোলা ছবিটির জন্য ‘ভিশন অব দ্য ফিউচার’ শাখায় পুরস্কার জিতেছেন জাহিদ অপু
৩ / ৫
অনাবৃষ্টিতেও খাবারের সংকটে ভোগে গবাদিপশু। ‘কিপিং ১.৫ অ্যালাইভ’ শাখায় সেরা একপাল মহিষের ছবিটি গাইবান্ধা থেকে তুলেছেন শাফিউল ইসলাম
৪ / ৫
সংক্ষিপ্ত তালিকায় স্থান পাওয়া ছবিটির ক্যাপশনে বলা আছে—দ্য রিয়্যাল হিরো। ছবিটি তুলেছেন হায়দার খান
৫ / ৫
পোড়া ইটের লাল ধুলা—সংক্ষিপ্ত তালিকায় স্থান পাওয়া ছবিটি তুলেছেন কমল দাশ