YOLO, HMU, NBD—এগুলোর অর্থ না জেনে ‘পিছিয়ে’ পড়ছেন না তো?

২/৩ টি অক্ষরই প্রকাশ করে ফেলে পুরো একটি বাক্য
ছবি: প্রথম আলো গ্রাফিকস

যে সময়ে আমরা দাঁড়িয়ে আছি, সেখানে দিনের একটা বড় সময় অনলাইনে বার্তার আদান–প্রদান করতে করতে চলে যায়। সেখানে এই বার্তা সংক্ষেপগুলো যদি আপনি না জানেন, তাহলে অনেক কথারই মানে বুঝবেন না অথবা ভুল বুঝবেন। আন্তর্জাতিকভাবে এই টেক্সট অ্যাব্রিভিয়েশনকে বলা হচ্ছে জেন জির (জেনারেশন জেড বা জুমারস, যাঁদের বয়স ৯ থেকে ২৪, অর্থাৎ ১৯৯৭ থেকে ২০১২ সালের ভেতরে যাদের জন্ম) ভাষা। শিখে রাখুন কয়েকটা। আজই টেক্সটিংয়ে কাজে দেবে।

১. লল (LOL): লল মানে লাফ আউট লাউড। এটিকে আবার অনেকে লটস অব লাভ ভেবে ভুল করে। আপনি কিন্তু এই ভুল করবেন না। একটা ‘লল’ হয়ে যাবে! ললের সঙ্গে আপনি ব্যবহার করতে পারেন জনপ্রিয় কোনো ইমোজি।

জেন জি অনলাইনে বার্তার আদান–প্রদান করে ভিন্ন ভাষায়
ছবি: পেক্সেলস

২. ওএমজি (OMG): এটিও খুবই জনপ্রিয়। ও মাই গড। এটি ১৯১৭ সাল থেকে অক্সফোর্ড ডিকশনারিতে রয়েছে।

৩. আইডিকে (IDK): আইডিকে হলো আই ডোন্ট নো। আপনাকে কিছু জিজ্ঞেস করেছে অপরজন, আপনি জানেন না, বলবেন, ‘আইডিকে’।

৪. জেকে (JK): জেকে মানে হলো জাস্ট কিডিং। মজা করে হয়তো কিছু বললেন, অপরজন বুঝলই না যে মজা, তখন লিখে দিলেন জেকে!

৫. আরওএফএল (ROFL): খুব কম মানুষই এর পূর্ণাঙ্গ রূপ জানেন। এর মানে রোলিং অন দ্য ফ্লোর লাফিং। মানে হাসতে হাসতে মেঝেতে গড়িয়ে পড়ার দশা। এটা মূলত লল (LOL)-এর চূড়ান্ত রূপ।

৬. ইয়োলো (YOLO): এই ইয়োলো মানে হলুদ না! মানে হলো, ইউ অনলি লিভ ওয়ানস। মনে করুন, কেউ পিৎজা অর্ডার করবে, নাকি সালাদ, বুঝতেই পারছে না। পিৎজাও খেতে ইচ্ছে করছে, আবার স্বাস্থ্যসচেতন মন পড়ে আছে সালাদে। সে ক্ষেত্রে আপনি তাঁকে পিৎজা খেতে অনুপ্রাণিত করতে বলতে পারেন ইয়োলো। আবার কাউকে বাঞ্জি জাম্পিংয়ে উৎসাহ দিতেও কথাটি বলতে পারেন।

৭. এইচএমইউ (HMU): এর মানে হলো হিট মি আপ। তার মানে, আমাকে পেটাও—এ রকম কিছু ভেবে বসবেন না। মারামারির সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। বরং আমার সঙ্গে যোগাযোগ করো বা আমাকে ফোন করো—এ রকম অর্থে বোঝায়।

ছবি: পেক্সেলস

৮. এনপি (NP): এটা সহজ, আন্দাজ করুন। হ্যাঁ, নো প্রবলেম। মানে, কোনো সমস্যা নেই। বুঝতেই পারছেন এনপির ব্যবহার কেমন হবে।

৯. ওয়াইডব্লিউ (YW): এটিও অনেক সহজ। চেষ্টা করলে ঠিক পারবেন। ইউ আর ওয়েলকাম।

১০. এনবিডি (NBD): এর মানে হলো নো বিগ ডিল। ‘আরে ব্যাপার না’ এ রকম ক্ষেত্রে আপনি বলতে পারেন এনবিডি।