সালতামামি ২০২২
পরিবার ও স্বজনদের সঙ্গে সম্পর্ক রক্ষায় ২০২২ সালের ট্রেন্ড কী ছিল, জানেন?
ভালোয়–মন্দয় মিলে বিদায় নিতে যাচ্ছে আরও একটি বছর। পরিবার ও স্বজনদের সঙ্গে সম্পর্ক রক্ষায় ২০২২ সালের ট্রেন্ড কী ছিল, জানেন?
সবার ওপরে পরিবার
দিন শেষে পরিবারই যে আমাদের নিরাপদ আশ্রয়, করোনার সময় সেটা আরও বেশি করে যেন বুঝেছে মানুষ। এবার সেই আলোচনা আরও বেগবান হয়েছে। স্বামী–স্ত্রী পরস্পরকে সময় দেওয়া, সন্তান মা-বাবাকে সময় দেওয়া, একইভাবে মা-বাবা সন্তানদের সঙ্গে সময় কাটানোর মতো বিষয়গুলো চোখে পড়েছে বেশি। পরিবারের সঙ্গে অন্তত এক বেলা খাওয়া বা কাছেপিঠে ঘুরতে যাওয়া সেই কোয়ালিটি টাইম কাটানোর মতোই গুরুত্বপূর্ণ।
প্রযুক্তিনির্ভর সম্পর্ক
ব্যস্ততা বাড়ায় সম্পর্ক রক্ষার ক্ষেত্রে প্রযুক্তিনির্ভরতা বেড়েছে। বাবা-মা, ভাইবোন থেকে শুরু করে আত্মীয়স্বজনের খোঁজ নেওয়ার পাশাপাশি অনেক দরকারি কাজই ফোনে সেরে নিয়েছে মানুষ। একই সঙ্গে ব্যস্ততার কারণে কিছু সম্পর্কে জটিলতা বেড়েছে বলে মনে করেন কাউন্সেলররা। স্বামী-স্ত্রী আর সন্তানের বাইরে বাকি সম্পর্কগুলো সামলাতে তাই কৌশলী হয়েছেন অনেকে। মনোবিদেরা এসব বিষয়ে বিস্তর পরামর্শ দিয়েছেন মানুষকে। একই সঙ্গে বোঝানোর চেষ্টা করেছেন প্রিয়জনদের গুরুত্ব।