নিজেদের দক্ষতা উন্নয়নের জন্য নিজ উদ্যোগে ক্লাব গড়েছেন এই শিক্ষার্থীরা

স্কিল ডেভেলপমেন্ট ক্লাবের সদস্যদের একাংশ
ছবি: সংগৃহীত

প্রতিষ্ঠার পর থেকেই শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক ক্ষেত্রে ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশেষ সুনাম অর্জন করেছে। ছাত্রছাত্রীরা ভাবলেন, চাকরির বাজারেও তো আমরা বড় ভূমিকা রাখতে পারি। সেই লক্ষ্যেই উদ্যোগী হয়ে ‘স্কিল ডেভেলপমেন্ট ক্লাব’ গড়ে তোলেন একদল শিক্ষার্থী। ২০১৮ সালের ১৩ মার্চে ‘টাইম টু মুভ’ মটোকে ধারণ করে সংগঠনটি যাত্রা শুরু করে।

আরও পড়ুন

বক্তৃতা, মাইক্রোসফট অফিসের কাজ, প্রেজেন্টেশন, সিভি লেখা, কেস সলভ, কনটেন্ট লেখা, গ্রাফিকস ডিজাইন, ভিডিও সম্পাদনা—এ রকম বিভিন্ন কারিগরি বিষয়ে শিক্ষার্থীদের দক্ষ করে তুলছে ক্লাবটি। পাশাপাশি তাঁদের মধ্যে সময় ব্যবস্থাপনা, নেতৃত্ব, নেটওয়ার্কিং ইত্যাদি বুদ্ধিবৃত্তিক ও আচরণগত দক্ষতা বৃদ্ধিতেও ভূমিকা রাখছে। প্রতিবছর বিশ্ববিদ্যালয়ে যখন নতুন শিক্ষার্থী ভর্তি হয়, তখন ক্লাবটিও নতুন সদস্য সংগ্রহ করে। বিশ্ববিদ্যালয়জীবনের প্রথম দিন থেকেই যেন নবীনেরা নিজেদের দক্ষ জনশক্তিতে পরিণত করার সুযোগ পায়। পরে সদস্যদের জন্য লম্বা সময় ধরে চলে বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালা। করপোরেট ও উন্নয়ন খাতের অভিজ্ঞ পেশাজীবীরা আসেন, শিক্ষার্থীদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করেন। পাশাপাশি উচ্চশিক্ষা নিতে যাঁরা বিদেশে যেতে চান, তাঁদের পরামর্শ দিতেও ক্লাবের আমন্ত্রণে বিশ্ববিদ্যালয়ে হাজির হন সংশ্লিষ্টরা। সরকারি চাকরিতে আগ্রহীদের জন্য আয়োজন করা হয় কর্মশালা ও সেমিনার।

পাশাপাশি বিশ্ববিদ্যালয় ও জাতীয় পর্যায়ে নানা প্রতিযোগিতারও আয়োজন করে স্কিল ডেভেলপমেন্ট ক্লাব। ‘বিজকেস’ তেমনই একটি উদ্যোগ। গত বছর অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বাংলাদেশের ৫৪টি বিশ্ববিদ্যালয়ের মোট ৩৭০টি দল অংশ নেয়। সেরা দল হয় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের ‘গেম প্ল্যান’। বিজয়ী দলগুলো পুরস্কার হিসেবে জিতে নেয় লক্ষাধিক টাকা। জাতীয় আয়োজনের পাশাপাশি বিশ্ববিদ্যালয় পর্যায়েও নানা দক্ষতাভিত্তিক প্রতিযোগিতার আয়োজন করে তারা। যেখানে বিশ্ববিদ্যালয়ের যেকোনো শিক্ষার্থীই অংশ নিতে পারেন।

ক্লাবের সভাপতি আজিজুল হাকিম বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন আন্তর্জাতিক প্রতিষ্ঠানেও চাকরির সুযোগ পায়, সে লক্ষ্যে সামনে কিছু আয়োজন করার ইচ্ছা আছে।’

ক্লাবটির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বলেন, ‘বর্তমান প্রতিযোগিতামূলক কর্মক্ষেত্রের জন্য নিজেদের দক্ষ করে গড়ে তোলাই স্কিল ডেভেলপমেন্ট ক্লাবের মূল উদ্দেশ্য। শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এসব কার্যক্রমে অংশ নিচ্ছে। ভবিষ্যতে আমরা আরও বড় পরিসরে কাজ করব।’