কোন ক্যাম্পাসে বৃষ্টি বেশি সুন্দর
বর্ষায় আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলো পায় ভিন্ন রূপ। ঝুম বৃষ্টিতে ক্যাম্পাসের মাঠে পানি জমলে ফুটবল জমতেও দেরি হয় না। কেউবা দল বেঁধে নেমে পড়েন ভিজতে। কোন ক্যাম্পাসে বৃষ্টি বেশি সুন্দর, এ নিয়ে তর্ক তো হতেই পারে। আপাতত শিক্ষার্থীদের তোলা ছবিতে দেখে নেওয়া যাক বর্ষার হালচাল।