২০২৩ সালের বৈশ্বিক রং কোনটি, জানেন?
২০২৩ সালের জন্য বেছে নেওয়া হয়েছে ভিভা ম্যাজেন্টা ১৮-১৭৫০।
আট বছর ধরে প্যানটোনের জনপ্রিয় রঙের তালিকায় লাল রঙের ছায়া পর্যন্ত দেখা যায়নি। ভিভা ম্যাজেন্টা শক্তিশালী এবং ক্ষমতায়নের রং, মনের ভেতরের মনোভাবকে যা স্বাধীনভাবে প্রকাশ করবে। পাশাপাশি নিজের ইচ্ছাগুলো নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করাকেও উৎসাহিত করবে। ২০২৩ সাল হবে সেই বছর, যেখানে আমরা আমাদের জীবনের দিগন্তকে প্রসারিত করব।
এখানে একটু ভিন্নভাবে স্বাধীনতার অর্থকে ব্যাখ্যা করা হয়েছে। তরুণ বয়স থেকে যে ব্যবসা শুরু করার ইচ্ছা ছিল, অবশেষে ৪০ বছর পর সেটাই হয়তো শুরু করা গেছে অথবা আপনার জীবনের যে আরামদায়ক অবস্থান থেকে আপনি বের হতে পারছিলেন না বা ইচ্ছা থাকলেও পুরোনো পেশা ছেড়ে নতুন কোনো ভালো পেশায় যাচ্ছেন না, কষ্ট হবে ভেবে; আপনাকে ঠেলে সেই পেশায় যেতে উৎসাহ আর সাহস জোগাবে এই রং। এই উজ্জ্বল রঙের সঙ্গে মানাবে পান্না সবুজ আর নেভি ব্লু। নিয়ন রংও মন্দ যাবে না। তবে এই রঙের নিজস্ব দ্যুতিকে বের করে আনতে চাইলে সঙ্গে হালকা কোনো রঙের শেড বেছে নিতে হবে।
মুদ্রণ ও টেক্সটাইল ডিজাইন শিল্পের জন্য বছরজুড়ে একটি রংকে বাছাই করে প্যানটোন। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ রং মেলানোর পদ্ধতি প্যানটোন কালার সিস্টেম। প্যানটোন ম্যাচিং সিস্টেম (পিএমএস) হলো রঙের মান নির্ধারণ পদ্ধতি। এটি রং শনাক্ত করতে এবং মেলাতে সাহায্য করে। এই কাজে নিজস্ব নম্বর পদ্ধতি ব্যবহার করে প্যানটোন। এর মাধ্যমে মুদ্রণ কারখানা ও অন্যান্য সরঞ্জাম নির্মাতারা একে অপরের সঙ্গে যোগাযোগ না করেই রং মেলাতে পারে।
২৪ বছর ধরে ফ্যাশন, বাড়ির আসবাব, শিল্পনকশা, পণ্য প্যাকেজিং, গ্রাফিক ডিজাইনসহ একাধিক শিল্পপণ্যের বিকাশ ও ক্রয়ের সিদ্ধান্তকে প্রভাবিত করছে প্যানটোন।