রয়্যাল এনফিল্ড বাংলাদেশে কবে মিলবে?

বিশ্বের নানা দেশের মতো বাংলাদেশি মোটরসাইকেলপ্রেমীদের কাছেও স্বপ্নের এক ব্র্যান্ড রয়্যাল এনফিল্ড। বছর দুই আগে যখন বাংলাদেশের ইফাদ গ্রুপের সঙ্গে রয়্যাল এনফিল্ডের চুক্তির খবর প্রকাশ পায়, তখন থেকে বাইকটির জন্য অপেক্ষায় আছেন এ দেশের অনেক তরুণ। আইনের কারণে যে জট এত দিন ছিল, সেটাও খুলে গেছে। তাই সবাই জানতে চান, কবে থেকে চালানো যাবে এই মোটরসাইকেল। সেই তথ্যই জানার চেষ্টা করেছি আমরা। তার আগে জেনে নিন জনপ্রিয় এই মোটরসাইকেল সম্বন্ধে কিছু তথ্য।

১ / ৭
রয়্যাল এনফিল্ডকে অনেকে ভারতীয় ব্র্যান্ড মনে করে ভুল করে, মূলত এটি ব্রিটিশ ব্র্যান্ড। বব ওয়াকার স্মিথ ও জুলেস গোটিয়েটের হাত ধরে রয়্যাল এনফিল্ড মোটরসাইকেলের যাত্রা শুরু হয় ১৯০১ সালে। তবে ভারতে আসার পর থেকে তাদের জনপ্রিয়তা বহুগুণ বেড়েছে।
ছবি: ইনস্টাগ্রাম
২ / ৭
১৯৫৫ সালে ব্রিটিশ কোম্পানি রয়্যাল এনফিল্ড মাদ্রাজ মোটরসের সঙ্গে যৌথ উদ্যোগে ভারতের চেন্নাইয়ে একটি সংযোজন কারখানা করে। সীমান্তে টহল দেওয়া সেনাবাহিনীর সদস্যদের ব্যবহারের জন্য এই মোটরসাইকেল ব্যবহার শুরু করে ভারত সরকার। এরপর বেশ দ্রুত ভারতজুড়েই এই ব্র্যান্ডের প্রসার ঘটে
ছবি: পিন্টারেস্ট
৩ / ৭
রয়্যাল এনফিল্ডকে অনেক অভিজাতদের মোটরসাইকেলও বলে থাকেন। বিশ্বের বহু তারকার সংগ্রহে আছে এই মোটরসাইকেল। হলিউড অভিনেতা ব্রাড পিট, আড্রিয়ান বড্রি, ওয়েন উইলসন, জেসন শোয়ার্টজম্যান, বলিউডের বরুণ ধাওয়ান, আদিত্য রায় কাপুর, শহীদ কাপুর, জন আব্রাহাম, জ্যাকি শ্রফ, সোনাক্ষী সিনহা, কোয়েচি কালকিনকেও দেখা গেছে রয়েল এনফিল্ডের চালকের আসনে। দক্ষিণ আফ্রিকার সাবেক খেলোয়াড় জন্টি রোডসের সংগ্রহেও আছে রয়্যাল এনফিল্ড
ছবি: ইনস্টাগ্রাম
৪ / ৭
বিশ্বের ৫০টিরও বেশি দেশে রয়্যাল এনফিল্ড পাওয়া গেলেও আইনি কারণে এত দিন বাংলাদেশে এই ব্র্যান্ডের আসার সুযোগ ছিল না। বাংলাদেশে ১৬৫ সিসির ওপর মোটরসাইকেল বাজারে ছাড়ার সুযোগ এত দিন ছিল না। আর রয়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির কমে কোনো বাইক নেই। তবে গত ৭ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশে ৩৫০ সিসি পর্যন্ত মোটরসাইকেল চলাচলের অনুমতি দিয়েছে। এরপরই জোর কদমে মাঠে নামে বাংলাদেশের ইফাদ গ্রুপ
ছবি: ইনস্টাগ্রাম
৫ / ৭
বাংলাদেশে রয়্যাল এনফিল্ড ব্র্যান্ডের মোটরসাইকেল উৎপাদন ও বিপণনের উদ্যোগ নিয়েছে ইফাদ অটোস। যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী এই মোটরসাইকেলের ব্র্যান্ড বাজারে আনতে চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত বঙ্গবন্ধু শিল্পনগরে কারখানা করছে ইফাদ অটোস। সেখানে তৈরি হচ্ছে মোটরসাইকেল
ছবি: ইনস্টাগ্রাম
৬ / ৭
কবে নাগাদ সেই মোটরসাইকেল বাজারে আসবে, জানতে ইফাদ গ্রুপের সঙ্গে যোগাযোগ করা হলে তারা সরাসরি এখনই কিছু জানাতে চায়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, আগামী বছরের মাঝামাঝি রয়্যাল এনফিল্ড বাংলাদেশের বাজারে আসবে। আনুষ্ঠানিকভাবে সেটা ঘোষণা করতে চায় ইফাদ, তাই এই রাখঢাক
ছবি: ইনস্টাগ্রাম
৭ / ৭
শুরুতেই চার ধরনের রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল দেশের বাজারে আসতে পারে। ধারণা করা হচ্ছে, এর মধ্যে থাকতে পারে রয়্যাল এনফিল্ড ক্ল্যাসিক ৩৫০, রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০, রয়্যাল এনফিল্ড বুলেট ৩৫০ ও রয়্যাল এনফিল্ড মিটিওর ৩৫০ মডেলের বাইক
ছবি: রয়্যাল এনফিল্ডের ওয়েবসাইট থেকে