প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে চ্যাটজিপিটি নিয়ে সেমিনার
প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অফিস অব স্টুডেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড ক্যারিয়ার সার্ভিসেসের উদ্যোগে ১৯ মার্চ বেলা তিনটায় অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রম সেমিনার। বিষয়—প্রিপেআরিং ইয়োরসেলফ ফর চ্যাটজিপিটি এরা।
বেসরকারি বিশ্ববিদ্যালয়টির মিলনায়তনে আয়োজিত এই আলোচনায় মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রথম আলোর ডিজিটাল ট্রান্সফরমেশন ও ইয়ুথ প্রোগ্রামের প্রধান সমন্বয়কারী মুনির হাসান। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মুনিরুজ্জামান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
সেমিনারে মূল বক্তা বলেন, আজকের বিশ্বে প্রযুক্তি দ্রুতগতিতে অগ্রসর হচ্ছে। চ্যাটজিপিটি প্রবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের যোগাযোগ ও তথ্য ব্যবহারের উপায়ও পরিবর্তন হচ্ছে। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, নিজেকে এই যুগের জন্য প্রস্তুত করতে হবে। এই প্রযুক্তিগত অগ্রগতি থেকে কীভাবে সর্বাধিক সুবিধা পাওয়া যায়, সে ব্যাপারে সচেতন হতে হবে। ডিজিটাল ট্রান্সফরমেশনের ক্ষেত্রে তাঁর অভিজ্ঞতা, জ্ঞান এবং দক্ষতাও বিনিময় করেন মুনির হাসান।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আনিসুর রহমান, রেজিস্ট্রার মো. রুহুল আমিন, স্কুল অব বিজনেস ডিপার্টমেন্টের চেয়ারম্যান মো. মুজাক্কীরুল হুদা, পুরকৌশল বিভাগের চেয়ারম্যান মো. সুলতানুল ইসলাম, অ্যাডমিশন অ্যান্ড প্রমোশন বিভাগের প্রধান মো. আবদুল গাফফার, অফিস অব দ্য স্টুডেন্টস অ্যাফেয়ার্স অ্যান্ড ক্যারিয়ার সার্ভিসেসের প্রধান মোহাম্মদ মঞ্জুরুল হক খান, বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।