শুক্রবার, ২৪ মার্চ ২০২৩

EN
English
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • রাজনীতি
  • করোনাভাইরাস
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
জীবনযাপন

নোটিশ

ঢাকার বাইরে খাবারের নতুন জায়গা

শহরের বাইরে চালু হলো নতুন রেস্তোরাঁ

লেখা:
তানজিনা আলম
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৩, ০৪: ২০
পপ-আপ রেস্তোরাঁ ইশো বিচ ক্লাবে আছে নদীর সৌন্দর্য উপভোগ করার ব্যবস্থাওছবি: সংগৃহীত

পরিবার, খাদ্যরসিক ও ভ্রমণপিপাসুদের আড্ডার জন্য পপ-আপ রেস্তোরাঁ ইশো বিচ ক্লাব চালু করল আসবাবভিত্তিক প্রতিষ্ঠান ইশো। জায়গা হিসেবে বেছে নেওয়া হয়েছে মাওয়ার পদ্মার পাড়। সাদা বালুর ওপর সম্পূর্ণ কাঠের মেঝেতে বসে কিংবা খোলা আকাশের নিচে চেয়ার পেতে উপভোগ করা যাবে গোধূলি বিকেল। এখানে বাগদান, বিবাহপূর্ব ফটোশুট কিংবা অফিসের আনুষ্ঠানিক মিলনমেলা প্রভৃতিও আয়োজন করা যাবে।

ইশো-র প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক রায়ানা হোসেন বলেন, ‘নাগরিক কোলাহল পেছনে ফেলে একটুখানি শ্বাস নিতে, আনন্দ উদ্‌যাপন ও সুন্দর কিছু স্মৃতি ধরে রাখার জন্যই ইশো বিচ ক্লাব। আশা করছি, মানসম্পন্ন খাবার ও সেবা প্রদানের মাধ্যমে বিচ ক্লাবটি গ্রহণযোগ্যতা পাবে।’ ঢাকা থেকে ৩০ কিলোমিটার দূরে মুন্সিগঞ্জের অন্তর্গত লৌহজংয়ের বেঁজগাওয়ে ইশো বিচ ক্লাব। প্রতিদিন বেলা ২টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। অগ্রিম বুকিং দেওয়া যাবে। মেন্যু ও স্থানটি সম্পর্কে বিস্তারিত জানা যাবে এই www.isho.com ওয়েবসাইটে।

জীবনযাপন থেকে আরও পড়ুন
  • রেস্তোরাঁ
  • নকশা
মন্তব্য করুন