যে দেশে বারান্দায় কাপড় শুকালেও হতে পারে জরিমানা

কেউ যদি বারান্দায় চাদর বা অন্য লম্বা কাপড় ঝুলিয়ে রাখেন, তখনো জরিমানা হতে পারে। বাণিজ্যিক ভবনের দেয়ালে কোনো দেয়ালচিত্র দেখা গেলেও একই জরিমানা।

সৌদি আরবের পৌরব্যবস্থাদি দেখভাল করে মিউনিসিপ্যাল অ্যান্ড রুরাল অ্যাফেয়ার্স অ্যান্ড হাউজিং মন্ত্রণালয়। ২০২২ সালে শহুরে বাসিন্দাদের ভবনে বসবাসের জন্য বেশ কিছু নিয়ম চালু করে তারা। এর কয়েকটি বেশ অদ্ভুত। সামাজিক যোগাযোগমাধ্যমে এগুলো নিয়ে প্রায়ই বেশ রসিকতা করেন নেটিজেনরা।

অদ্ভুত কোনো পোশাক বারান্দায় হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখলেও জরিমানা হতে পারে।
ছবি: পেক্সেলস

এই নিয়মে বিল্ডিং বা বারান্দার পাশে স্যাটেলাইট ডিশ স্থাপন করলে ১০০ থেকে ৫০০ সৌদি রিয়াল জরিমানার চল আছে। অদ্ভুত কোনো পোশাক বারান্দায় হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখলেও জরিমানা হতে পারে। সে ক্ষেত্রে ২০০ থেকে ১ হাজার সৌদি রিয়াল জরিমানার কথা বলা আছে। কেউ যদি বারান্দায় চাদর বা অন্য লম্বা কাপড় ঝুলিয়ে রাখেন, তখনো জরিমানা হতে পারে। বাণিজ্যিক ভবনের দেয়ালে কোনো দেয়ালচিত্র দেখা গেলেও একই জরিমানা।

সৌদি আরবে বারান্দায় কাপড় ঝুলানো যায় না
ছবি: নকশা

বাড়ির ছাদ নির্মাণে ত্রুটি থাকলে ১০০ থেকে ৫০০ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা করা হয়। বাণিজ্যিক ভবনে পৃথক সিঁড়ি নির্মাণ না করা হলে ১ হাজার থেকে ৫ হাজার সৌদি রিয়াল জরিমানা করা হয়। প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলের সুবিধা না রাখলে ৫০০ থেকে ২ হাজার ৫০০ সৌদি রিয়াল জরিমানা করা হয়। মূল সড়ক থেকে বাড়িতে প্রবেশের সময় ফুটপাত তৈরি না করলে ২০ থেকে ১০০ সৌদি রিয়াল জরিমানা করা হয়। বাড়িতে কোনো বৈদ্যুতিক কাজ করছেন, আর তা দেখা গেলে সৌদি আরবে ২০০ থেকে ১ হাজার সৌদি রিয়াল জরিমানা করা হয়। ২০১৯ সালে একই মন্ত্রণালয়ে রাস্তায় থুতু ও কফ ফেলার জন্য ৫০০ সৌদি রিয়াল জরিমানা চালু করে।

সৌদি আরবে আইন ভঙ্গের জন্য পাঁচ স্তরের জরিমানা চালু আছে। ২০ সৌদি রিয়াল থেকে শুরু করে ৬ হাজার সৌদি রিয়াল পর্যন্ত। ১ সৌদি রিয়াল বাংলাদেশি টাকায় প্রায় ২৯ টাকা।

সূত্র: সৌদি গেজেট