পোশাকে শরৎ

মডেল : মৌসুম
ছবি : নকশা

সাদার ওপর ধূসর গাঢ় নীলের ছোঁয়া, এই রংগুলো যেন শরতের প্রকৃতি থেকেই নেওয়া

মডেল : সায়েরা
ছবি : নকশা

শরৎ মানেই নীল আকাশে সাদা মেঘের ভেলা, পোশাকেও তার প্রতিফলন

মডেল : সায়েরা
ছবি : নকশা

কাশবনের শুভ্রতা জানান দেয় শরৎ এসেছে, পোশাকেও না হয় থাকল তার ছোঁয়া।

মডেল : মৌসুম
ছবি : নকশা

নীল আকাশের ক্যানভাসে যেমন তুলতুলে সাদা মেঘ, তেমনি বারো হাতের শাড়িতেও নীল-সাদার খেলা দেখতে দারুণ লাগবে।

মডেল : রিবা
ছবি : নকশা

সাদা-নীল তাঁতের শাড়ির সঙ্গে সাদা ও নীল কাচের চুড়ি, সবকিছু মিলিয়ে শরতের প্রকৃতির সঙ্গে হারিয়ে যাওয়া।