গরমে সাধারণ মানুষের জীবন যেমন

প্রচণ্ড দাবদাহে পুড়ছে সারা দেশ। বাতাসে আর্দ্রতাও কমে গেছে। এ রকম গরমে অসুস্থ হওয়ার আশঙ্কা অনেক বেশি। তারপরও থেমে নেই জীবন। রোদ–গরম উপেক্ষা করেই সাধারণ মানুষ কাজে যাচ্ছেন। প্রথম আলোর আলোকচিত্রীদের তোলা কিছু ছবিতে দেখুন এই গরমে সাধারণ মানুষের জীবনযাপন

১ / ১০
অসহনীয় গরমে ক্লান্ত হয়ে ওয়াকওয়ের বেঞ্চে শুয়ে আছেন এক ব্যক্তি। সিলেট নগরের নূরপুর এলাকায়
ছবি: আনিস মাহমুদ
২ / ১০
প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছেন মানুষ। বাইরের মতো অন্দরেও গরম। তাই ফ্যান কিনে বাসায় ফিরছেন একজন। রাজধানীর মিরপুর ১ নম্বর এলাকায়।
ছবি: আশরাফুল আলম
৩ / ১০
যদি হয় সুজন, এক ছাতায় তিনজন। রোদে থেকে রক্ষা পেতে একটি ছাতার নিচে তিন বন্ধুর মাথা ঢাকার চেষ্টা
ছবি: সাবিনা ইয়াসমিন
৪ / ১০
ফুটপাতে দাঁড়িয়ে ঠান্ডা শরবত খাচ্ছেন এক ব্যক্তি। তবে এমন পানীয় থেকে অনেক সময় শারীরিক সমস্যা হতে পারে
ছবি: সাবিনা ইয়াসমিন
৫ / ১০
তৃষ্ণা মেটাতে খোলা জায়গা থেকে পানি খাচ্ছে এক কিশোর
ছবি: সাজিদ হোসেন
৬ / ১০
গরমে হাতপাখা নিয়ে রিকশায় উঠেছেন এই নারী। রোদের তাপ থেকে শিশুকে বাঁচাতে সেটাই ব্যবহার করেছেন
ছবি: সাজিদ হোসেন
৭ / ১০
ছাতার বদলে সঙ্গে থাকা গামছা দিয়ে মাথা ঢেকে হেঁটে যাচ্ছেন একজন। রাজধানীর বাবুবাজার এলাকায়
ছবি: দীপু মালাকার
৮ / ১০
গরমে বাইরে বের হওয়ার আগে ছাতা, রোদচশমা ও সুতির পোশাক পরে বের হচ্ছেন অনেকে।
ছবি: সাবিনা ইয়াসমিন
৯ / ১০
তৃষ্ণা মেটাতে বিক্রেতার কাছ থেকে কুলফি মালাই কিনছেন এক ব্যক্তি। মঙ্গলবার সিলেট নগরের কদতলী বাস টার্মিনাল এলাকায়
ছবি: আনিস মাহমুদ
১০ / ১০
গরমে স্বস্তি পেতে পানিতে ঝাঁপিয়ে পড়েছে একদল কিশোর। হাতিরঝিলের রামপুরা এলাকায়।
ছবি: সাজিদ হোসেন