৬ মাস কাজের সুযোগ ইএমকে সেন্টারে, সম্মানী মাসে ৪৫ হাজার

মডেল: বিভা
ছবি: সাবিনা ইয়াসমিন

ঢাকার ইএমকে সেন্টারে ইমার্জিং লিডার্স গ্র্যাজুয়েট প্রোগ্রামের অংশ হিসেবে সদ্য স্নাতক বা তরুণ পেশাজীবীদের কাছ থেকে আবেদন গ্রহণ করা হচ্ছে। তরুণদের কর্মদক্ষতা ও সৃজনশীলতা বাড়ানোর উদ্দেশ্য হাতেকলমে এই প্রশিক্ষণের আয়োজন করেছে ইএমকে সেন্টার। ইমার্জিং লিডার্স গ্র্যাজুয়েট প্রোগ্রামে যাঁরা নির্বাচিত হবেন, তাঁরা এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত ইএমকে সেন্টারের বিভিন্ন কাজে যুক্ত হয়ে দক্ষতা বিকাশের সুযোগ পাবেন।

আরও পড়ুন

এই সময় নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ৪৫ হাজার টাকা করে সম্মানী ভাতা দেওয়া হবে। ইমার্জিং লিডার্স গ্র্যাজুয়েট প্রোগ্রামে নির্বাচিত হওয়ার জন্য শিক্ষার্থী ও অংশগ্রহণকারী তরুণদের দলগতভাবে কাজ, নেতৃত্বে দক্ষতা, বিভিন্ন সমস্যা সমাধান ও উপস্থাপনার ওপর নানা বিষয়ে অংশ নিতে হবে।

যেভাবে অংশ নেওয়া যাবে: ১৬ মার্চ পর্যন্ত ইমার্জিং লিডার্স গ্র্যাজুয়েট প্রোগ্রামের জন্য আবেদন গ্রহণ করা হবে। মার্চের শেষ সপ্তাহ ও এপ্রিলের প্রথম সপ্তাহে অংশগ্রহণকারী প্রার্থীদের চার দিনের চ্যালেঞ্জে অংশগ্রহণ করতে হবে।

দায়িত্ব ও সুযোগ-সুবিধা: ছয় মাস ইএমকে সেন্টারে ইমার্জিং লিডার হিসেবে সরাসরি কাজের সুযোগ মিলবে। এসব দৈনন্দিন কাজের তদারক ছাড়াও বিভিন্ন সৃজনশীল ও প্রকল্পনির্ভর কাজে যুক্ত হতে হবে।

নেতৃত্বের দক্ষতা, নেটওয়ার্কিং দক্ষতা, বাজেট তৈরি ও বাস্তবায়নের সুযোগ, সৃজনশীলতা ও সৃজনী দক্ষতা প্রকাশের বিভিন্ন বিষয় শেখার সুযোগ থাকবে।

যেভাবে আবেদন করবেন: ছয় মাসব্যাপী এই প্রোগ্রামে অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের ৯০ থেকে ১২০ সেকেন্ডের একটি ভিডিও প্রেজেন্টেশন জমা দিতে হবে। নির্ধারিত গুগল ফরমের মাধ্যমে আবেদন জমা দেওয়া যাবে। আবেদন করতে ক্লিক করুন এখানে